আয় মেঘ আয় রে - অপ্রকাশিত কবিতাঃ ২৯০

     

কবিতা-২৯০ : আয় মেঘ আয় রে

আয় মেঘ আয় রে

তোরে মন চায় রে

দূর করে দে ধরার সব জ্বরা, ক্লেদ

মন থেকে দূর করে দে সব বিভেদ।

 

মানুষে মানুষে যতো আছে ক্লেদ, গ্লানি

ধুয়ে দিক সেই ক্লেদ রহমের পানি।

আয় মেঘ আয় রে

ঝিরি ঝিরি বায় রে

দূর করে দে রে তুই, বদ খাসলত

দেশটারে বানা তুই আরো নিরাপদ।

 

মানুষের মন থেকে দে মুছে দে কালো

সকলেই সকলেরে বাসে যেনো ভালো।

দূর করে দে রে তুই, অকারণ জেদ

দূর করে দে রে তুই, হৃদয়ের খেদ।

 

আয় মেঘ আয় রে, এ শহর, গাঁয় রে

আয় তোরে ডাকি আয়, খোশ আমদেদ।

মুছে যাক, ধুয়ে যাক, সকল বিভেদ।

১৮/০৪/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.