আমাদের ভয় দেখাতে এসো না - অপ্রকাশিত কবিতাঃ ২৭৩

  

কবিতা-২৭৩ : আমাদের ভয় দেখাতে এসো না

আইন করে যে দেশের যুবকদের বিয়ে আটকে রাখা হয়,

যে দেশে ধর্ষণের বিচার হয় না।

যে দেশে গরাদের ভেতর ধর্ষিতা হয় ফুটন্ত গোলাপ।

সেই দেশে ছুটে আসে মুহাম্মদ বিন কাশিম। রাজা দাহির পালিয়ে প্রাণ বাঁচায়।

 

আমরা সে কাশিমের ভাই।

তার রক্ত ও আদর্শের উত্তরসূরী।

 

আমরা সে রক্তের ডাকে সাড়া দিতে এসেছি। আমরা মজলুম মানবতার মুক্তির নিশান হাতে ছুটে এসেছি।

আমাদের ভয় দেখাতে এসো না।

 

আমরা কারাগারকে ভয় পাই না।

আমরা জুলুম ও নির্যাতনকে ভয় পাই না। আমরা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিতে জানি।

 

ইংরেজের কামান আমাদের থামাতে পারেনি। কসাই টিক্কাখানের দম্ভ আমরা ছিঁড়ে টুকরো টুকরো করেছি।

একদিন চোরের খনি নিয়ে যারা লাল ঘোড়া দাবড়িয়ে ছিল, সেই লাল ঘোড়াকে আমরা ভয় পাইনি।

মৃত্যু আমাদের ভয় দেখায় না, আমাদের জন্য নিয়ে আসে শাহাদাতের অমিয় সুধা।

 

প্রকৃতির অমোঘ বিধানকে বৃদ্ধাঙ্গুলী দেখায় যে আইন, সে আইনকে আমরা আইন বলে স্বীকার করি না।

অতএব, আমাদের ভয় দেখাতে এসো না।

২৬/০৩/২০২৩ - বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.