মৃত্যুর স্বাধীনতা চাই - অপ্রকাশিত কবিতাঃ ২৭৪

  

কবিতা-২৭৪ : মৃত্যুর স্বাধীনতা চাই

অনেক রক্তের দামে কেনা স্বাধীনতা

খামছে ধরেছে বিদেশী শকুন ও দেশী ইঁদুরের দল।

আজ মানুষের বাঁচার স্বাধীনতা নেই।

এমনকি মরার স্বাধীনতাও কেড়ে নিয়েছে উপদ্রুত শয়তানরা।

 

মিছিল করতে গেলে ছুটে আসে গুলি।

মুখ খুললেই ছুটে আসে গুম, খুন।

অনাহূত সন্ত্রাসের ভয়ে কেঁপে ওঠে জনপদ।

সন্তান হারাবার ভয়ে কাঁদে বিপন্ন মানবতা। চারদিকে ঘুরে বেড়ায় সন্ত্রাসের কালো কুকুর।

 

উজ্জ্বল ভবিষ্যত নিয়ে পৈশাচিকতার স্বীকার হয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তারুণ্য।

কোরআন পাঠরত মায়েরা কালো শিয়ালের ভয়ে তটস্থ থাকে দিনরাত।

হায় স্বাধীনতা, বিপন্ন স্বাধীনতা।

 

চোর ডাকাতেরা বসে থাকে ক্ষমতার চেয়ারে আর মসজিদের ইমামগণ বন্দী জেলখানায়। এরই নাম কি স্বাধীনতা?

একাত্তুরে বিদেশে পলাতক  ইঁদুর আজ কেটে সাবাড় করছে স্বাধীনতার মোলায়েম জাজিম।

 

পাকবাহিনীর বুলেটের মুখে জনগণকে রেখে যারা প্রাণ নিয়ে পালিয়েছিল সীমানার বাইরে, তারা আজ অসহায় জনগণ ও তাদের স্বজনদের বলছে দালাল। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, স্বাধীনতার লাশের ওপর হুমড়ি খেয়ে পড়েছে কতিপয় চানক্য ইতর।

আজ শহীদের রক্ত চেটে খাচ্ছে ভগিরথী তীরের ঘৃণ্য দালালচক্র ও চৌরঙ্গীর কৌটিল্য চাপাবাজ।

 

না। আমরা আর শকুনের স্বাধীনতা চাই না।

কালো শিয়ালের স্বাধীনতা চাই না। জগতশেঠের প্রেতাত্মাদের স্বাধীনতা চাই না। শেখ মুজিবের ভাষায় যারা ছিল চাটার দল ও কম্বল চোর তাদের স্বাধীনতা চাই না।

 

আমরা বাঁচতে চাই।

কথা বলার স্বাধীনতা চাই।

স্বাধীনভাবে হাসতে চাই। আর চাই অনতিবিলম্বে গুমের রথযাত্রা বন্ধ হোক।

আমরা নিরুদ্বেগে নিঃশঙ্কচিত্তে মৃত্যুর স্বাধীনতা চাই।

২৬/০৩/২০২৩ - বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.