চলে গেলেন স্যার - অপ্রকাশিত কবিতাঃ ০৯১

                                                                            

কবিতা-০৯১ : চলে গেলেন স্যার

অবশেষে করোনা সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক

ড. আনিসুজ্জামান স্যারকেও নিয়ে গেল!

 

যাবার বেলায় তিনি রেখে গেলেন:

কতিপয় নিতম্ব দোলানু সাকী,

বিদেশি চুরুটের উড়ন্ত ধোঁয়া,

কয়েকটি রঙিন বেলুন ও বাকুম বাকুম ভক্তবৃন্দ।

 

স্যারের মৃত্যুতে আমরা ব্যথিত ও মর্মাহত।

আমি শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

স্যার চলে গেলেন। যে যাই বলুক,

অবশেষে মানুষকে চলে যেতেই হয়।

আস্তিক আল্লাহর সৃষ্টির শোকর

আদায় করে মরে, নাস্তিক মরে যুদ্ধ করতে করতে সীমাহীন ক্রোধ ও অন্তরে না পাওয়ার বেদনা নিয়ে।

অবশেষে সবাইকে কবরেই যেতে হয়।

 

আল্লাহকে আপনি মানুন আর নাই মানুন, আল্লাহর পৃথিবীর বাইরে এমন কোন জায়গা নেই, যেখানে আপনি বসবাস করতে পারেন।

 

তবে স্যার, আপনি শিখিয়ে গেলেন, একজন মানুষ পন্ডিত হয়েও কি করে মিথ্যুক হতে পারে,সুযোগ মতো বদলে ফেলতে পারে জন্মভূমির পরিচয়।

 

কী অদ্ভুত। লোক একটাই, কিন্তু তার জন্মস্থান হয়ে যায় দুই দেশ। কখনো কোলকাতা কখনো খুলনা।

কতটা যোগ্যতা থাকলে এ কথা তিনি মানুষকে বিশ্বাসও করাতে পারেন আবারআদালতের সার্টিফিকেটও নিতে পারেন।

 

আপনি দেখিয়ে গেলেন স্যার, পাসপোর্টে জন্মস্থান কোলকাতা থাকলেওআপনি হতে পারেন অন্য দেশের জাতীয় অধ্যাপক।

কী বিচিত্র না স্যার!

 

আপনার মিছরির ছুরিতে আহত হয়ে মারা যায় চট্টলার বাঘ।

আপনার জবানবন্দিতে খাঁচায় বন্দী হয় কোরানের পাখি।

মানুষ একবারও ভাবে না, কোথায় চট্টলা, কোথায় ভোলা, আর কোথায় কোলকাতা। একেই বলে বুদ্ধিজীবী।

 

মানুষের স্বভাবই এমন, মতের মিল না হলেই একে অন্যের শত্রু হয়ে যায়। তোমার বিশ্বাস তোমার, আমার বিশ্বাস আমার, এটা অনেকেই মানতে পারে না।

 

আমি কিন্তু স্যার ওরকম না। কারো সাথে আমার বিশ্বাস মিল না খেলেও আমি বিচলিত নই। আমি ক্ষুব্ধও নই। আমি এটাও বলি না, আপনি ভুল বলছেন।

 

দরকার কি? আমি তো আর বিচারক নই। যিনি বিচারের মালিক শেষ বিচার তো তিনিই করবেন।

আমি কেন মুনীবের চেয়ারে বসতে যাবো? না, এমন বেয়াদবী আমি করতে পারবো না।

 

জানি স্যার, আমার মন্দ বা ভালো বলাতে আপনার কিছু যায় আসে না।

শুধু ভয় পাচ্ছি, পরপারে সাকা চৌধুরীর সাথে যদি আপনার দেখা হয়ে যায়? যদি সে আপনার নামে নালিশ করে?

 

অবশ্য ভয়ের কিছু নাই। আপনি তো সেই অসামান্য বুদ্ধিজীবী, যিনি আদালতকেও  বশে আনতে পারেন।

 

আপনি নিশ্চয়ই সেদিনও কোন বুদ্ধি

বের করে নেবেন। তাই না স্যার?

১৫/০৫/২০২০ ৩টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.