মা-কে ভালবাসবোই - অপ্রকাশিত কবিতাঃ ০৭৩

                                                                  

কবিতা-৭৩ : মা-কে ভালবাসবোই

বন্ধুরা, তোমরাই বলো, প্রভু আমাকে যতটা বুদ্ধি দিয়েছেন তা দিয়েই তো আমাকে চলতে হবে। নাকি?

আমি সাদাকে সাদা দেখি, লালকে লাল। আর সবার কাছে সেটাই তুলে ধরি।

 

আচ্ছা, তোমরা আমাকে নিষ্ঠুর হতে বলো কেন?

আমি আমার মাকে ভালবাসি।

তার মানে কি আমি আমার খালা, ফুপু, বোনকে ভালবাসবো না? অনিলের মা আমার আত্মীয় হয় না বলেই তাকে ঘৃণা করতে হবে?

এ কেমন কথা?

তোমরা কেন আমাকে নিষ্ঠুর হতে বলো?

 

নিরপেক্ষতা মানে কি?

আলাদা হওয়া। কোন পক্ষ না নেয়া। তাও কি হয়?

আমি আমার ভালবাসা থেকে আলাদা হয়ে যাবো?

সন্তানকে আর আদর করবো না?

যাকে চুমু খাওয়া আমার ফরজ, তাকে আর চুমু খাবো না?

 

আমি নিরপেক্ষ।

সব মেয়েরাই আমার কাছে সমান। সবার সাথেই আমি সমান আচরণ করবো। তাই কি হয়?

আমি আমার সন্তানের মাকে বাদ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যে হৃষ্টপুষ্ট সুন্দরী মহিলা তাকে ডেকে বলবো, আমার সন্তানের লালন পালনের ভার নাও?

এটাই কি নিরপেক্ষতা?

 

নিরপেক্ষতা মানে কি?

তবে কি আমার পরিবার থাকবে না?

মা থাকবে না, বাপ থাকবে না।

ভাই থাকবে না, বোন থাকবে না?

 

কৈ, অনিল তো অনিলের বাপের সম্পত্তি পেলো, আমি কেন পেলাম না?

তাহলে অনিলরা নিরপেক্ষ নয়?

 

কী জানি বাবা। তোমাদের কথা আমার কিছুই ভাল লাগছে না।

আমি অত নিরপেক্ষ হতে পারবো না। আমি আমার মাকে দূরে ঠেলতে পারবো না।

যে মা আমাকে রোজ আদর করে আমি সে আদর থেকে সরে যেতে পারবো না।

আমি আমার সন্তানকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারবো না।

তোমরা যতোই বলো, আমি সমাজ নিরপেক্ষ হতে পারবো না।

ধর্ম নিরপেক্ষ হতে পারবো না।

আত্মীয় ও প্রেম নিরপেক্ষ হতে পারবো না।

 

তুমি বললেই আমি অধিকার নিরপেক্ষ হতে পারবো না।

নিরপেক্ষ হয়ে সবাইকে বাবা ডাকতে পারবো না।

তুমি আমাকে কেমন করে নিরপেক্ষ হতে বলো?

 

আমি সাপের ভয় থেকে নিরপেক্ষ হতে পারবো না

চাঁদের জোসনা থেকে নিরপেক্ষ হতে পারবো না।

ফুলের ঘ্রাণ থেকে নিরপেক্ষ হতে পারবো না।

আমি আমার মাকে ভালবাসবোই, সমাজকে আপন জানবোই।

 

না না, তুমি যতোই বলো,

আমি আমার দেশকে ভালবাসবোই। ধর্মকে ভালবাসবোই।

মাকে ভালবাসবোই।

 

একজন কবি কখনো সত্য ও প্রেম থেকে নিরপেক্ষ হতে পারে না।

না না না, কখনোই না।

১২/০৩/২০২০ ৩টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.