তোমার সীমিত নয়ন - অপ্রকাশিত কবিতাঃ ৩৫২

     

কবিতা-৩৫২ : তোমার সীমিত নয়ন

নদীর পেটের ভেতর শুয়ে আছে

নীলাভ্র আকাশ, যেমন মায়ের উদরে শুয়ে থাকে

জীবন্ত শিশু। নিদ্রাহীন নির্ভাবনায়

শুয়ে থাকে সুবোধ বালক।

 

তোমার চোখ নদীর পেটে যে

আকাশ দেখছে, সেখানে

আদৌ কি কোন আকাশ আছে.?

বাড়ন্ত উদর নিয়ে ভাত বেড়ে দিচ্ছ

যে নারী,

তুমি কি বিশ্বাস করো তার পেটে

শুয়ে আছে একজন পূর্ণাঙ্গ মানব?

 

তাকিয়ে দেখো,

সে নারীর শরীরে বসে আছে

একটি রক্তখেকো মশা।

তুমি সে মশাটিকে মারার জন্য

যেই হাত তুললে,

মশাটি মিলিয়ে গেল সীমাহীন সীমানায়।

 

তুমি তাকে খুঁজতে গেলে কাঁশের বনে,

মায়ের রাত্রিঘন চুলের ভেতর,

দুপুরে রোদের পিঠে চড়ে সমস্ত উপকূল।

কিন্তু কোথায় সে রক্তখোর মশা?

কোথায় কি দেখতে পাচ্ছে প্রতারিত চোখ?

 

হায়রে বিভ্রান্ত প্রতারিত চোখের বাহক,

তুমি এই সীমিত চোখ নিয়ে

আল্লাহকে দেখতে চাও?

তোমার সীমিত চোখ কত দূর দেখে?

কতটা দেখতে পায় তোমার সীমিত নয়ন?

২১/০৯/২০২০ ৫টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.