মায়ার অঞ্জন - অপ্রকাশিত কবিতাঃ ৩৫৩

     

কবিতা-৩৫৩ : মায়ার অঞ্জন

তোমার চোখে মুগ্ধতার চাহনি আমাকে ভিজিয়ে দেয়।

আমি ভেবে অবাক হই,

আমি এতটাই দুর্বল!

সামান্য একটু চোখের চাহনিতে

এলোমেলো হয়ে যায় হৃদয় ভূভাগ?

আমার বুকের পাটাতন চৌচির হয়ে যায়?

সিডরের চেয়েও দুর্লভ দুর্যোগে ভেঙে পড়ে গহীন মনের পাড়?

সামান্য একটু মুগ্ধতার চাহনির এত শক্তি? এতো!

হে প্রভু,

কে দিল চোখে এই মুগ্ধতার প্লাবন?

পাড় ভাঙা নদীর মত আমি আর কত ভাঙবো?

 

হে প্রভু,

রক্ষা করো আমায়। আমাকে বাঁচাও।

আমি কি বানে ভাসা খড়কুঁটো?

এ মায়ার অঞ্জন আমাকে কোথায় ভাসিয়ে নিতে চায়?

০৮/০২/২০২২  বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.