স্বপ্ন জাগাও, স্বপ্ন - অপ্রকাশিত কবিতাঃ ৩৫১

     

কবিতা-৩৫১ : স্বপ্ন জাগাও, স্বপ্ন

হে স্বপ্নহীন রুক্ষ্ম যুবক,

প্রচন্ড খররৌদ্রে বৃক্ষহীন বালুচরে

একাকী বসে কী ভাবছো তুমি?

না, এ নদীতে আর বাণ ডাকবে না।

মরা নদীতে বাণ ডাকে না

মৃতবৃক্ষে গজায় না সবুজ পল্লব।

 

এই চরাচরে আর কখনো ফুটবে না কাশফুল। হলুদিয়া কিশোরী আসবে না

লুকোচুরি খেলতে।

উড়বে না কালো চুল, লালফিতা।

 

না, এখানে আর কখনো জন্মাবে না সোমত্ত বৃক্ষ।

গামছায় পেঁচিয়ে মাথা আসবে না নবীন বাঁশরীয়া,

বাজবে না সুর।

স্বপ্নফুল কুড়াতে আসবে না কোন স্বপ্নকিশোর ।

 

প্রতারণার আগাছা ভরা জঙ্গলে গোলাপ ফুটবে কার জন্য?

কে পরবে বেলী ফুলের মালা?

কোথায় উড়ে গেছে সফেদ ডানার পরী?

হে স্বপ্নহীন রুক্ষ্ম যুবক, যদি বাঁচতে চাও, স্বপ্ন বানাও, স্বপ্ন। অজস্র স্বপ্ন।

অলীক, অজানা স্বপ্ন।

তখন দেখতে পাবে

প্রজ্জলিত অগ্নিকুন্ড হয়ে গেছে মৃগনাভী অগ্নিফুল।

সে ফুলে ঈমানের প্রদীপ্ত প্রভা।

 

দেখবে অবলীলায় পাল্টে যাচ্ছে দৃশ্যপট।

জালিমের অগ্নিকুন্ড হয়ে গেছে সুবাসিত ফুলসজ্জা।

প্রশান্ত চিত্তে তাতে শুয়ে

মিটিমিটি হাসছেন-

মিল্লাতা আবিকুম ইবরাহীম।

 

উষর জমিনে ফসল ফলে না।

স্বপ্ন জাগাও। স্বপ্ন।

সাহস বানাও।

বদরের সাহস।

ওহোদের সাহস।

কাদেশিয়ার রক্ত দিয়ে ধুয়ে দাও আবার শহর।

আপন রক্তে ধূষর প্রান্তর ভিজিয়ে উর্বর করো জমিন।

 

বুনে দাও ঈমানের সুফলা চারা।

ইসলামের সুশীতল বৃক্ষতলে আবার বেজে উঠবে রাখালিয়া বাঁশি।

আবার আব্বাসউদ্দীন গেয়ে উঠবে

" আগে জানলে তোর -----"

২৫/১১/২০২১   বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.