অবাধ্য গোলামের আর্তি - অপ্রকাশিত কবিতাঃ ০৬৯

                                                              

কবিতা-০৬৯ : অবাধ্য গোলামের আর্তি

প্রভু, তোমার অনুমতি ছাড়া গাছের একটি পাতাও নড়ে না।

সাগরের একফোঁটা পানিরও সাধ্য নেই

তোমার হুকুম অমান্য করার।

 

কিন্তু তোমার শক্তি, ক্ষমতা ও এখতিয়ার

সম্বন্ধে খুব কমই ধারনা রাখে মানুষ।

সত্যটা অনেকে জানে, কিন্তু বিশ্বাস করে না।

 

অমুসলিম তো দূরের কথা, বিশ্বাস করে না মুসলমানরাও।

এমনকি মুসলিম নেতারাও না।

তারা তোমার চাইতে আমেরিকাকে বেশী ভয় পায়।

আমেরিকার ছোবল থেকে তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে তুমি, এ ভরসাটুকুও তাদের নেই।

এই তো মুসলমানের ঈমানের অবস্থা।

 

ঈমানের এ দুর্বলতাই তাদের জন্য কাল হয়েছে, বিশ্বব্যাপী নিরন্তর মার খাচ্ছে মুসলমান।

 

কিন্তু আমেরিকা ও বিশ্বের সমস্ত পরাশক্তি যে তোমার কাছে কত অসহায় তা তো আমরা দেখলাম।সামান্য করোনা ভাইরাসের কাছে তাদের নিদারুণ অসহায়ত্ব দেখে কি মুসলমানরা কিছুই শিখবে না?

এক সোলেমানির গায়ে হাত দিয়ে

ইরানের কাছে যে থাপ্পড় খেয়েছে আমেরিকা, তাতেও মুসলমানরা কিছু বুঝবে না?

 

প্রভু, এতকিছু দেখার পরও মুসলমানদের ঈমানের দুর্বলতা কাটছে না। আমাদের আফসোসটা সেখানেই।

 

বখে যাওয়া সন্তানের কাছে যেমন কারো প্রত্যাশা থাকে না, তেমনি তোমার অবাধ্য বান্দার কাছেও তোমার কোন প্রত্যাশা নেই।

 

কিন্তু মুসলমানতো তোমার গোলামী স্বীকার করেই মুসলিম হয়েছে। তবে, গোলাম কেন কাজে ফাঁকি দেবে? প্রভু, এসব অবাধ্য গোলামদের ওপর তুমি অসন্তুষ্ট হতেই পারো।

 

যারা তোমাকে মানে না, তারা পরকালে কঠিন শাস্তি ভোগ করবে।সেখানে তারা অনন্তকাল থাকবে।

কিন্তু যারা তোমাকে প্রভু মানে বলে দাবী করে, তারা যখন অবাধ্যতা করে তখন তা কিছুতেই সহ্য করা যায় না।  এই সহজ কথাটাও তোমার মুমীন বান্দারা বুঝে না।

যদি বুঝতো তবে তারা বিশ্বব্যাপী এভাবে মার খেতো না।

 

হে রাহমানুর রাহীম, জানি আমরা অপরাধী।

আর এটাও জানি, তোমার মহত্ব ও দয়ার কাছে আমাদের এ অপরাধ কিছই না। তুমি আমাদের মাফ করে দাও। কবুল করো আমাদের তওবা।নাজিল করো আমাদের ওপর তোমার অনন্ত রহমত।

 

হে রাব্বুল আলামিন, মজলুমের চিৎকার কি তোমার আরশ মহল্লায় পৌঁছে না? এই শিশু ও নারীদের দিকে তাকিয়ে তুমি আমাদের মাফ করে দাও

২৮/০২/২০২০ ২টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.