কলমের জবানবন্দি - অপ্রকাশিত কবিতাঃ ০৭০

                                                               

কবিতা-০৭০ : কলমের জবানবন্দি

কাঠগড়ায় দাঁড়ানো কলম বললো, ইওর অনার, হিংসা ও বিদ্বেষ ছড়ানো কোন কবির কাজ হতে পারে না।

যারা ছড়ায় তারা হিংসুক, খুনী, তারা অমানুষ। তারা কবি নয়।

 

আমি এক কবির কলম।

তিনি বললে,

আমি এক লক্ষ গোলাপ ফোটাতে পারি।

এক কোটি গোলাপ ভক্তদের মাঝে বিলিয়ে দিতে পারি।

পৃথিবীটাকে পুষ্পোদ্যান বানাতে পারি।

পাপিয়া ও কোকিলের গান শোনাতে পারি।

পৃথিবীর সমস্ত পাখিকে জোসনায় ভিজিয়ে দিতে পারি।

ডলফিনের মতো প্রেম করতে পারি। হ্যা, সব পারি। আমি এসব সবই পারি।

 

আমি সব শুভ ও কল্যাণকে মিলিয়ে দিতে পারি। শত শত বৎসর মুসলিম শাসনে অমুসলিমদের বসন্ত বাতাস দিতে পারি।

দিল্লীতে দাঙ্গা হলে ঠাকুর ঘরের দরজা খুলে দিতে পারি মুসলিমদের জন্য।

দাঙ্গায় প্রতিপক্ষকে রক্ষার জন্য শেরেবাংলা, সোহরাওয়ার্দী, চিত্তরঞ্জনকে পাঠিয়ে দিতে পারি দাঙ্গা পীড়িত অঞ্চলে।

সম্প্রীতির মিছিল করাতে পারি। পারি, পারি। সব পারি।

 

আমি কবির কলম।

আমি প্রেম ও মমতার চাষী।

ফুলের বিমুগ্ধ সুবাসে মানব হৃদয় ভরিয়ে তোলা আমার কাজ।

প্রেমিক পুরুষ মুহাম্মদ, গৌতমবুদ্ধ, যিশু, কৃষ্ণের পবিত্র প্রেমে আমি বন্দী।

কে আমাকে হিংসার চাষ করতে বলে? কে বলে নিষ্ঠুর হতে?

 

সে কি কোনদিন আল্লাহর কালাম পড়েনি?

আল্লাহ কি বলেননি, কোরানের বানী আমি পাঠিয়েছি মানুষের জন্য?

মানুষ কি শোনেনি মহামানবদের বানী?

তবে? তবে কে আমাকে ভালবাসার বিপক্ষে  দাঁড়াতে বলে?

কে ফোটার আগেই ফুলকলিদের বোঁটা ছিঁড়ে ফেলতে চায়?

কে তছনছ করতে বলে মানব বাগান? কে স্তব্ধ করে দিতে চায় কোকিলের স্বর?

 

মহামান্য আদালত, নির্যাতীত হলেই কি প্রতিশোধ নিতে হবে?

নির্যাতীতরা কি রক্তপাতহীন মক্কা বিজয় করেনি?

মুসলমান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় মজলুমকে বাঁচাতে।

মজলুমের স্বপক্ষে দাঁড়িয়েছিল বলেই মুহাম্মদ বিন কাশিম ভারতবর্ষের ভালবাসা বন্দী করতে পেরেছিল নিজের হাতের মুঠোয়।

 

ইওর অনার, আমি কবির কলম।

হিংসার চাষ করা আমার কাজ নয়।

রাজার অন্যায় নির্দেশ কোন কবির কলম মানতে পারে না।

বরং কবি সব সময় থাকে মজলুমের পক্ষে।

আপনি কি আমাকে রাজার হুকুমে মিথ্যা বলতে বলেন?

নষ্টামীর স্বপক্ষে কলম চালাতে বলেন?

প্রতারণার স্বপক্ষে লিখতে বলেন?

 

দেখুন, আমি কবির কলম।

আমি কথা বলি সত্যের স্বপক্ষে।

আমি কথা বলি সুন্দরের স্বপক্ষে।

একজন কবির কলম হয়ে আমি কি করে অন্যায় ও অসুন্দরের পক্ষে কবিতা লিখবো?

২৯/০২/২০২০-১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.