পাশব সমাজ - অপ্রকাশিত কবিতাঃ ৩৮৭

            

কবিতা-৩৮৭ : পাশব সমাজ

কত আর খুন চাও, কত চাও রক্ত

এই দেশে আছে শত কোরানের ভক্ত।

ঢেলে যাবে খুন ওরা কোরানের জন্য

মানবে না আইন কেউ পাশবিক, বন্য।

 

হাসি মুখে ফাঁসি তারা মেনে নেবে তবু

পরাজয় মানবে না, কোন কালে কভু

মরে যাবে লড়ে যাবে নোয়াবে না শির

কোরানের আইন চাই তোল তাকবীর।

 

বাতিলের সাথে নেই আপোসের দিন

কোরানের রাজ ছাড়া থামে না মুমীন

চেয়ে দেখো রাজপথে জনতার ঢেউ

আল্লার আইন ছাড়া ফিরবেনা কেউ।

 

মানুষের সুখ দেবে কোরানের রাজ

দাও দাও ভেঙ্গে দাও পাশব সমাজ।

১৫/০৮/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.