একটু করো অক্ষয় হাসি - অপ্রকাশিত কবিতাঃ ৩৮৬

            

কবিতা-৩৮৬ : একটু করো অক্ষয় হাসি

কেঁপে উঠলো আল্লাহর আরশ,

কেঁপে উঠলো জমিন,

কেঁপে উঠলো মানুষের হৃদয় ভূভাগ।

 

প্রভুর জিম্মায় চলে গেলেন কোটি মুমীনের রাহবার কোরানের পাখি। ভূমিকম্পে নড়ে ওঠলো সবুজ জমিন।

 

মাফ করো মাবুদ। মাফ করো তোমার গুনাহগার দুর্বল বান্দাদের। মাফ করে দাও আমাদের অক্ষমতাকে। আমরা পারিনি কোরআনের পাখিকে জিন্দানখানার অন্ধ প্রকোষ্ঠ থেকে মুক্ত করতে। আমাদের অক্ষমতা সইতে পারেনি এই মাটি, এই আকাশ। আমাদের পাপে গযবের বার্তা দিয়ে গেল ভূমিকম্প। " সাবধান বাংলার মুসলমান। কোরানের অপমান সইতে পারে না রহমান।"

 

তুমি তোমার প্রিয় পাখিগুলো নিজের জিম্মায় নিয়ে নিলে, কত রকম সাবধান বানী পাঠালে, আমরা আমাদের পাপ তবু ছাড়লাম না।

হে মাবুদ, আমাদের ধ্বংস করে দিও না। হিম্মত দাও আমাদের। শক্তি ও সাহস দাও। গায়েবী মদদ পাঠিয়ে বাঁচাও আমাদের।

 

প্রভু, পাপের বিরুদ্ধে লড়াই করার শক্তি দাও। কোরআনের রাজ কায়েমের শক্তি দাও। তোমার কুদরতি হাতে যুগের নমরুদ ও ফেরাউনদের পাওনা মিটিয়ে দাও প্রভু।

 

আমরা মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে, দখিনা হাওয়ায় একটু নিঃশ্বাস নিতে চাই। আল্লাহ, আমাদের আরো দুটো সেজদা দেয়ার প্রহর অবকাশ দাও। আমাদের বানাও তুমি তোমার খাঁটি গোলাম। আমাদের বানাও তুমি তোমার নিবেদিতপ্রাণ খলিফা।

 

তিনি চলে গেলেন, আমাদের জন্য রেখে গেলেন একটুকরো অক্ষয় হাসি। বলে গেলেন, মুমীন এক আল্লাহ ছাড়া কাউকে প্রভু মানে না।

১৪/০৮/২০২৩ দিবাগত রাত

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.