তুমিই বিজয়ী হবে - অপ্রকাশিত কবিতাঃ ০৩৩

                          

কবিতা-০৩৩ : তুমিই বিজয়ী হবে

কেউ পরাজিতের সঙ্গী হয় না।

যাদের বন্ধু বলে জানো,

তুমি পরাজিত হলে দেখবে

নিরাপদ দূরত্বে সরে দাঁড়াবে তারাও।

পরাজিতের একমাত্র বন্ধু দুর্বলের কান্না

অসহায়ের হাহাকার

সামর্থহীন জনতার বোবা আর্তনাদ।

যারা তোমার পরাজয়কে বিজয়ে

রূপান্তর করতে পারে না।

 

তবে তুমি নিজের শক্তি না বাড়িয়ে পড়শিদের দরজায় ধর্ণা দিয়ে পড়ে থাকবে কেন?

কবে শুনেছো অন্যের পা দিয়ে হাঁটা যায়?

 

তোমার পা যদি ভেঙ্গে গিয়ে থাকে

ফেলে দাও সে অকেজো পা।

হাতের ওপর ভর দিয়ে এগিয়ে যাও সামনে। হামাগুড়ি দিয়ে

এগুতে এগুতেই দেখবে তোমার হারিয়ে যাওয়া পা আবার এসে জোড়া লেগে গেছে।

বন্ধুরা এসে দাঁড়িয়েছে পাশে।

আর অসহায় ও দুর্বল জনতা

রাজপথ উচ্চকিত করে তুলছে তোমার বিজয়ধ্বনি দিয়ে।

 

বিজয়ের মালিক আল্লাহ।

ওটা তিনি দান করেন কেবলমাত্র সাহসী ও উদ্যমীদের হাতে।

সাহস থাকলে সে দান নেয়ার জন্য হাত বাড়াও।

তুমিই বিজয়ী হবে।

০৫/০৪/২০১৮

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.