জানালা বন্ধ রাখো - অপ্রকাশিত কবিতাঃ ২৯৮

       

কবিতা-২৯৮ : জানালা বন্ধ রাখো

মাঝে মাঝে জানালা বন্ধ রাখাটাও সভ্যতা। ব্যক্তিগত মধু কেউ পথে পথে বিলি করে না, ওটা প্রিয়জনের জন্য তুলে রাখতে হয়।

 

যখন তুমি প্রাইভেসির কথা বলে দরজা বন্ধ করো, তখন প্রাইভেসি উড়িয়ে দেয়ার মানে কি? প্রাইভেসী কি উড়িয়ে দেয়ার জিনিস?

তুমি কতটা অসভ্য তা কি ঢোল পিটিয়ে জানাতে হবে?

 

কিছু কিছু ফরজ কাজ আছে যা গোপনে সারতে হয়। এই গোপনীয়তার সৌন্দর্য সূর্যের আলো পেলে নিমিষে হলুদ হয়ে যায়। কখনো কখনো লালবাতি হয়ে পথ আগলে দাঁড়ায়। তুমি কেন সিগন্যাল অমান্য করে অপরাধী হতে যাও?

 

দামী গহনা সিন্ধুকে ভরে রাখো।

ওটাই নিরাপদ জায়গা। জনারণ্যে যখন তখন ডাকাতি বা চুরি হতে পারে।

 

আব্রু তো হীরার চেয়েও দামী।

পাকাফল বাদুরে খায় জেনেও কেন তা গাছে ঝুলিয়ে রাখবে?

 

প্লিজ, দামী জিনিস ঢেকে রাখো।

ওটাই শোভন, ওটাই শালীন।

বারবনিতারা কারো প্রেমিক হয় না।

তুমিও জানো, উদোম তরকারীতে মাছি পড়ে।

 

দরকার হলে জানালা বন্ধ রাখো।

এমনকি দরজাটাও।

৩০/০৪/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.