পথের মাঝেই পথ - অপ্রকাশিত কবিতাঃ ৩৮৫

           

কবিতা-৩৮৫ : পথের মাঝেই পথ

পথের মাঝে যদি পথ যায় হারিয়ে

কে দেয় তখন বলো হাত বাড়িয়ে

আমি জ্বলি বিষ অনলে

তুমি দেখে হাসো দাঁড়িয়ে

পথের মাঝে পথ যদি যায় হারিয়ে।

 

কখনো ভাবিনি পথ এমন হবে।

হেঁটে হেঁটে নদী তীরে পথ হবে শেষ।

রক্তের বাঁধন সেও হবে নিরুদ্দেশ।

আনমনা বসে বসে গুণবো প্রহর

স্মৃতির নদীতে ভাসবে সুরম্য শহর

হাতের বিরুদ্ধে হাত ছড়াবে বিদ্বেষ।

পথের মাঝেই পথ হবে নিঃশ্বেষ।

 

পথের মাঝে পথ যদি যায় হারিয়ে

মরু ঝড় বুকটাকে দেয় নাড়িয়ে

অসুরেরা পাকা ধান যায় মাড়িয়ে

বিধস্ত নগরে কাঁদে কতই স্বজন

কেউ কিরে নেই দেয় হাত বাড়িয়ে?

পথের মাঝে পথ যদি যায় হারিয়ে।

 

বাতাসে বাতাসে ওড়ে কান্নার বিলাপ

সে কাঁদনে ভিজে যায় কাবার গিলাফ

অধমের নাই কেউ, তুমিও কি নেই?

বলেছিলে কাছে পাবো হাত বাড়ালেই

কই তুমি, কত দূরে? হাত নাড়ালেই

বলেছিলে দেখা দেবে একান্ত পাশেই।

পথের মাঝেই পথ যদি হয় নিরুদ্দেশ।

 

পথের মাঝে পথ যদি যায় হারিয়ে

আর কত রবো আমি একা দাঁড়িয়ে?

আমার এ প্রতিক্ষা বলো, কবে হবে শেষ?

কখন হাসবে বলো সোনার স্বদেশ!

পথের মাঝেই পথ হয় নিরুদ্দেশ।

পথের মাঝেই পথ হয় নিরুদ্দেশ।

১২/০৯/২০২০ ৫টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.