অবাধ্য ফারাও - অপ্রকাশিত কবিতাঃ ২২৯

                                                                                                          

কবিতা-২২৯ : অবাধ্য ফারাও

নগরের পথে পথে থকথক করছে বিমূর্ত পাপ।

নির্বিকার হেঁটে যাচ্ছে প্রগতির নর ও নারী।

মার্সিডিসে করে কেউ কেউ খুঁজতে বেরিয়েছে পৌরাণিক মানবতা।

যেসব ডাকাতরা মানুষ খুন করার জন্য

অস্ত্র বানাচ্ছে, তারা এখন নতুন বেশ ধরেছে।

অস্ত্রের বদলে অনেকেই ছড়াচ্ছে বিষাক্ত ব্যাকটেরিয়া।

পাহাড়ের চূড়ায় বসে সবকিছু

অবলোকন করছে কানা দাজ্জাল।

না, অচিরেই তোমরা শুনতে পাবে

ইস্রাফিলের বাঁশির আওয়াজ।

 

কবিদের কবিতায় তাই অস্থিরতা লকলক করছে।

পরাবাস্তবতার সাপ অভিশাপ হয়ে গিলে ফেলছে ধানের গোলা। আর

অনিবার্য পরিণতির প্রহর গুনছে অবাধ্য ফারাও।

২৬/০৯/২০২০২২  বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.