কাবার বকুল - অপ্রকাশিত কবিতাঃ ৩০৫

        

কবিতা-৩০৫ : কাবার বকুল

পাহাড় কেটে আমরা বানাবো সবুজ ধানের ক্ষেত। আকাশের মেঘেরা এসে সোনার ফসলে ভরে দেবে মাঠ।

কইতরী হাসবে, নীল প্রজাপতি হয়ে।

হবে নবান্ন, অনন্য সম্ভাবনার দেশে।

 

কইতরী, আমি যাবো হাটে।

তোমার জন্য আনবো নাকের নথ

আর টুকটুকে লালপেড়ে শাড়ি।

বাবুর জন্য জামা ও টুপী।

আর আনবো এক শিশি কস্তুরী সুগন্ধি।

সন্ধ্যার অন্ধকারে সে সুগন্ধি শুঁকে শুঁকে তুমি চলে আসবে আমার কাছে।

 

পাহাড় কেটে বানানো ধানক্ষেতে

তুমি আসবে আমার খাবার নিয়ে,

আমার ঘর্মাক্ত গন্ধের সুবাস নিতে।

আমি তাকিয়ে দেখবো তোমার চোখের তারায় মুগ্ধতা ফুল।

 

নথ নড়বে। প্রাণ ভরবে।

উড়বে ভ্রমর কালো চুল।

তোমার মেহেদীপরা হাতে

আমি তুলে দেবো কাবার বকুল।

১০/০৫/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.