সুন্দরের সবুজ উদ্যান - অপ্রকাশিত কবিতাঃ ৩১০

         

কবিতা-৩১০ : সুন্দরের সবুজ উদ্যান

তুমি বলেছিলে, থামবে না।

যতদিন থাকবে আর্তের চিৎকার, থামবে না তুমি।

তুমি বলেছিলে, থামবে না তুমি।

যতদিন থাকবে ব্যথিতের কান্না।

 

নিপীড়িত মানুষের চিৎকার

যতোদিন বাতাসে ভেসে বেড়াবে

তোমার ঘোড়া ছুটবে প্রলয়ের বেশে

তুমি জালিমের শেষ দেখে ছাড়বে।

 

হে বিপ্লবী, হে বীর

মানুষ আজ নিজেদের ঠোঁট সেলাই করে রেখেছে। তাদের কথা বলার সাহস নাই। তাদের স্বাধীনতা নাই।

তুমি কি শুনতে পাও না তাদের বোবা কান্না?

শোনো, তাদের হৃদয়ের আর্তনাদ।

বাতাসে ভাসছে শুধু 'বাঁচাও বাঁচাও' ধ্বনি। কে বাঁচাবে তাদের?

 

এইসব আহাজারী, এইসব বেদনার হাহুতাশ, এইসব আর্তনাদ ডাকছে তোমাকে। হ্যাঁ, তোমাকেই ডাকছে।

 

যতোদিন সমাজে জুলুম থাকবে,

যতোদিন নিপীড়িতের কান্না থাকবে,

যতোদিন অন্যায় ও অসত্য থাকবে,

ততোদিন তার বিরুদ্ধে উচ্চারিত হবে সে অনির্বান ধ্বনি: নারায়ে তাকবীর আল্লাহু আকবার।

সে ধ্বনিতে কেঁপে উঠবে আকাশ বাতাস।

কেঁপে উঠবে আল্লাহর আরশ।

 

আর তখন রহমতের বৃষ্টি নামবে অঝোর ধারায়।

ধুয়ে যাবে সব পাপ পঙ্কিলতা।

ধুয়ে যাবে অন্যায় ও অসত্যের ধূলিকণা।

হেসে উঠবে আরাধ্য সুন্দর।

সুন্দরের সবুজ উদ্যান।

১৭/০৫/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.