আরো একটি সতর্কবার্তা - অপ্রকাশিত কবিতাঃ ৩০৩

        

কবিতা-৩০৩ : আরো একটি সতর্কবার্তা

তুমি কি ভেবেছিলে কেয়ামত হয়ে গেছে?

না, কেয়ামত হয়নি।

ধরো, আমরা মাটির নিচে তলিয়ে যাওয়া ময়নামতি হয়ে গেছি।

 

এখানে এখনো পাপ থক থক করছে।

পুরো শহর তলিয়ে গেছে। আমাদের এখনো আয়ু শেষ হয়নি, তাই আমরা মরতে পারিনি।

 

এটা একটা দৃষ্টান্ত। অতীতে বহুবার এ ঘটনা ঘটেছে।

নূহের প্লাবনে যেমন পৃথিবী মানব শূন্য হয়েছিল নৌকার যাত্রী ছাড়া, সম্ভবত  এখানে তুমি আমি ছাড়া কেউ নেই।

ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে বিস্ময়ে এতোক্ষণ তুমি বোবা হয়েছিলে। তোমার নীল চোখে ছিল বেদনার ঢেউ।

 

আমি তাকিয়ে ছিলাম তোমার বিস্ময়ভরা নয়নের দিকে। দেখলাম আমাদের লোভের জিভ দুটো কেটে ফেলা হয়েছে। আমরা কেউ কথা বলতে পারছিলাম না। তলিয়ে যাওয়া বিপন্ন নগরীর ওপর দিয়ে অনির্দিষ্ট পথে হাঁটছিলাম আমরা।

 

একদিন এ প্রত্নতত্ত্ব আবিস্কৃত হবে।

মানুষ জানবে এখানে এক সমৃদ্ধ শহর ছিল। এখানে ছিল মুসলিম বেশধারী কতিপয় মুনাফিক। তারা ডুবে গিয়েছিল পাপ দরিয়ায়। আইয়ামে জাহেলিয়াত নতুন রূপ নিয়ে হয়ে গিয়েছিল আওয়ামী জাহেলিয়াত।

ওখানে লজ্জা বলতে কিছু ছিল না। মা আর ছেলে বাপ আর মেয়ে পরষ্পরকে ভোগ করতো।

মানুষ মানুষকে দেখলে নাকমুখ ঢেকে রাখতো কাপড় দিয়ে।

 

মানুষকে সাবধান করার জন্য এলো সুনামী, এলো ভুমিকম্প, এলো বৈরী বাতাস।

ওরা বুঝলো না, ফিরলো না পাপ থাকে।

আল্লাহ ওদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিলেন। পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য এ শহরকে আল্লাহ মাটির নিচে পাঠিয়ে দিলেন।

 

জানি কি বলতে চাচ্ছো তুমি।

সে শহরে মুসলমান ছিল, কিন্তু ওরা ছিল মসজিদ ও সুরম্য অট্টালিকা নির্মাণে ব্যস্ত। তারা পাপের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি। মন্দকে বিনাশ করেনি। নিজেকে নিয়ে ছিল অতিশয় পেরেশান।

 

বিশ্বাস করো, সত্যি কেয়ামত হয়নি। এটি আরো একটি সতর্কবার্তা মাত্র।

হাঁটতে হাঁটতেই বললাম আমি।

০৬/০৫/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.