বোকারাই সুখে আছে - অপ্রকাশিত কবিতাঃ ০৭৮

                                                                       

কবিতা-০৭৮ : বোকারাই সুখে আছে

কবি না হলেই ভালো হতো।

আমরা বুঝতেই পারতাম না, এই

সমাজের ধ্বংস ও বরবাদী এখন

শুধু সময়ের ব্যাপার মাত্র।

যে কোন সময় একটা প্রচন্ড রকম

অঘটন ঘটে যেতে পারে।

 

আকাশ থেকে পাথরবৃষ্টি হয়ে

নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এ পাশবিক গ্রহ।

অথবা কোন অশুভ ভাইরাস দ্বারা বিরাণ হয়ে যেতে পারে এ জালিম অধ্যুষিত জনপদ।

এমন কোন অদৃশ্য শক্তি তাড়া করতে পারে মানুষকে, মানুষ ধরনীতে পালাবার মত কোন জায়গাও খুঁজে পাবে না।

কতকিছুই ঘটতে পারে।

 

হতে পারে পিরামিড থাকবে,

থাকবে অবাধ্য ফেরাউনের সুদীর্ঘ কঙ্কাল, বিলীন হয়ে যাবে অসভ্য সভ্যতা।

পাখি থাকবে, নদী থাকবে,

আকাশ থাকবে, বসন্ত বাতাস থাকবে,

থাকবে না কোন মানুষ।

 

তোমরা কি আদ ও সামুদ জাতির

ধ্বংসের ইতিহাস জানো না?

নির্ভুল অহীপ্রাপ্ত গ্রন্থ পড়ে দেখো।

মানুষের প্রতিটি দুর্গতির কারণ

সবিস্তারে বলা আছে তাতে।

 

হে মানুষ, তোমার কি মনে হয়, লম্পট, ধর্ষক, বহুগামী, পরকিয়ায় লিপ্তদের স্বর্গরাজ্য বানানোর জন্য পৃথিবীতে প্রতিদিন নতুন সূর্য ওঠে?

এ জন্যই কি বানানো হয়েছে এ সুগন্ধি  ফুলের বাগান?

আপেল, বেদানা ও সুমিষ্ট ঝুলন্ত আঙুর?

 

কারা চালায় দেশ? কারা তোমাদের নেতা?

কারা বসে আছে ক্ষমতার মসনদে?

কারা মন্ত্রী হয়, এমপি হয়?

তাদের পরিচয় কি ধর্ষক ও পতিতা নয়? তারা কি লম্পট ও লুটেরা নয়?

তারা কি খুনী ও স্বৈরাচারী নয়?

তোমরাতো তাদেরই আনুগত্য করো।

তবে তোমাদের পতন ঠেকাবে কে?

ধ্বংস ও বরবাদী ঠেকাবে কে?

কেন ঠেকাবে?

 

পাপের দরিয়ায় ভাসছে যে দেশ,

সে দেশের কোন নাগরিক যদি বলে

আমি নির্দোষ, সেটা কি মেনে নেয়া যায়? নাকি যাওয়া উচিত?

 

এই যে দেশ জুড়ে এতো অপকর্ম,

এর পেছনে পরোক্ষ বা প্রত্যক্ষ,

কোন ভূমিকাই কি তোমার নেই?

তাহলে?

০৫/০৪/২০২০ ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.