অবরুদ্ধ কয়েদীর হাসি - অপ্রকাশিত কবিতাঃ ০৭৭

                                                                      

কবিতা-০৭৭ : অবরুদ্ধ কয়েদীর হাসি

না, আমরা কখনো

আস্থা ও বিশ্বাস হারাইনি।

ঈমান আমাদের সম্বল।

আল্লাহ আমাদের ভরসা।

আমরা কখনো

আস্থা ও বিশ্বাস হারাই না।

 

পরীক্ষা এলে ঈমান আমাদের পরিপক্ক হয়।

আমরা শাহাদাতের পেয়ালা পান করে জীবনকে পৌঁছে দিতে পারি চূড়ান্ত সফলতায়।

এটাই আমাদের বিজয়।

যারা আস্থা ও বিশ্বাস হারায় না, তারা কখনো পরাজিত হয় না।

 

না, আমরা পরাজিত হইনি।

 

আমরা চাকরীচ্যুত হয়েছি।

ব্যাবসা হাত ছাড়া হয়েছি।

কিন্তু রিজিক আমাদের বন্ধ হয়নি।

রাজাও এক পেট খায়, আমরাও।

তাহলে আমাদের চিন্তা কি?

আমরা জানি, হায়াত থাকলে রিজিকও থাকবে।

 

আমাদের চোখের সামনে আবদুল্লাহ বিন উবাই তার অনুসারী নিয়ে জেহাদের পথ থেকে ফিরে গেছে। তাতে কি থেমে গেছে বদরের কাফেলা?

 

না, থামেনি।

কাফেলা এগিয়ে গেছে দৃপ্তপদে।

যুদ্ধ চাপিয়ে দিয়ে, জেল জুলুম দিয়ে  থামানো যায় না এ কাফেলা।

এসব ইতিহাস নয়,বাস্তবতা।

চলমান জীবনের ঘটনা।

 

না, আমরা তখনো আস্থা ও

বিশ্বাস হারাইনি, এখনো না।

ঈমান বরং আমাদের আরো

মজবুত হয়েছে, আরো দৃঢ় হয়েছে।

 

গুম, খুন, হত্যা, ফাঁসি দিয়ে,

পথেঘাটে মৃত্যুর মিছিল দিয়ে,

একটা দেশকে বধ্যভূমি বানানো যায়, কিন্তু মুমীনকে স্তব্ধ করা যায় না।

রক্তের স্রোত দিয়ে কি স্তব্ধ করা যায় সত্যের মিছিল?

 

না, যায় না। যায়নি। যাবেও না।

 

কে কারে ফাঁসি দেয়?

ফাঁসি দিয়ে কি থামানো যায় সত্যের কাফেলা?

 

না। জুলুম যতো বাড়ে ততোই বেড়ে যায় আমাদের ঈমানের তাজাল্লি।

জুলুম যতো বাড়ে ততোই বাড়ে ঈমানের দৃঢ়তা।

জুলুম যতো বাড়ে ততোই এগিয়ে আসে আল্লাহর রহমত।

এই রহমতই একদিন জন্ম দেয় নতুন পৃথিবী, নতুন সভ্যতা।

জন্ম দেয় নতুন জগত।

 

না, মোমিনরা কখনো

আস্থা ও বিশ্বাস হারায় না।

আঁধার যতো ঘনীভুত হয় ততোই উজ্জল হয় প্রভাতলগন।

তখন জেগে ওঠে মৃত জনপদ।

হেসে ওঠে নতুন পৃথিবী।

যে পৃথিবী একদিন দেখেছিল

অবরুদ্ধ কয়েদী বন্দী ইউসুফ।

০৪/০৪/২০২০ ৭টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.