নির্মল ও পবিত্র হও - অপ্রকাশিত কবিতাঃ ১২৭

                                                                                   

কবিতা-১২৭ : নির্মল ও পবিত্র হও

শব্দের পর শব্দ সাজালেই কবিতা হয় না।

কাঁধে ঝোলা, কোণা ঝুলানো পাঞ্জাবী,

উস্কোখুস্কো চুল, লাল চোখ নিয়ে

আকাশের দিকে তাকিয়ে থাকলেও

কবি হওয়া যায় না।

আগে যারা অশ্লীল শব্দ লেখতো,

যেসব কাজ লোকচক্ষুর অন্তরালে সারতে হয় তার রসালো বর্ণনা দিতে পারতো তাদের কবি বলা হতো।

কিন্তু সময় পাল্টে গেছে।

এখন কেউ ওধরণের শব্দ লিখলে

লোকে বলে অসভ্য।

 

সময় এতটাই পাল্টে গেছে,

এখন নায়িকার ছবিযুক্ত ক্যালেন্ডার

কোন ভদ্রলোক ঘরে রাখে না।

দেউলিয়া কবিরা এতে খুবই মর্মাহত হলো।

তারা ঢুকে গেল অভিধানের ভেতর।

 

জটিল জটিল ও দুর্বোধ্য শব্দ নিয়ে এসে বললো, এই নাও কবিতা।

মানুষ কৌতূহলী হয়ে তাকালো।

কিন্তু অপরিচিতির ব্যাবধান ঘুচিয়ে কেউ তাদের সাথে কথা বললো না।

তারা উপস্থিত লোকগুলোকে

বোকা ও অশিক্ষিত বলে গাল দিল।

 

লোকেরা যখন  মজলিশ থেকে

বের হয়ে ঘরে ফিরে গেল তখন

নতুন ধাচের কবিরা এসে নদীতে শাহজালালের জায়নামাজ বিছিয়ে দিল।

এটা দেখেতো মানুষ অবাক।

কবিরা বললো, পবিত্র হও।

জনগণের মধ্যে পবিত্র হওয়ার সাড়া পড়ে গেল।

 

তুমি কবি হতে চাও? আগে পবিত্র হও।

পাশবিকতা ভুলে মানবিক হও।

নির্মল ও সুন্দর হও।

 

তারপর তোমার হাত থেকে

যে বেহেশতী ফুলের সুবাস ঝরবে

তাতেই মানুষ জেনে যাবে, তুমি কবি।

০৩/০৭/২০২০ ২টা


অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.