অলৌকিক গোরস্তান - অপ্রকাশিত কবিতাঃ ১২৮

                                                                                    

কবিতা-১২৮ : অলৌকিক গোরস্তান

পৃথিবীতে আরো একটা রাত এলো।

মানুষ দরজা বন্ধ করে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে গেল।

আর তখনি ধর্মব্যবসায়ীদের গালি দিতে দিতে একদল লোক নেমে এলো পথে। বললো, এসো কুরআনের ছায়াতলে।

 

কুরআনের কিছু অংশ বিশ্বাস করার নাম ইসলাম নয়। কাবার মূর্তিপূজারীরাও আল্লাহ বিশ্বাস করতো কিন্তু ইসলাম মানতো না। এসো, পরিপূর্ণ ইসলামকে গ্রহণ করি।

 

রাত আরো গভীর হলো।

মাজার পূজারীদের গালি দিতে দিতে

কখন যে ওরাও অস্পৃস্য মাজারের স্তাবকে পরিণত হলো কেউ টেরই পেল না।

 

যখন আস্তাবলের ঘোড়াগুলো ক্ষুধায় কাতর তখন ওরা মৃত ঘোড়ার মাজারে ছুটছে ফুলের তোড়া নিয়ে।

 

একদল ইসলাম থেকে রাজনীতি তাড়াতে ব্যস্ত, আরেকদল ইসলামের রাজনীতি নিয়ে ব্যস্ত।

আমি অবাক বিস্ময়ে উপলব্ধি করলাম, আলেমরা যখন ইসলামের দোকানে বসে পুঁজিবাদের হালুয়ারুটি খাচ্ছে, আমি তখন ইসলামের লাশ কাঁধে নিয়ে তালাশ করছি অলৌকিক গোরস্তান।

১৬/০২/২০২১   ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.