তুমি কি মানুষ? - অপ্রকাশিত কবিতাঃ ৩৯৬

              

কবিতা-৩৯৬ : তুমি কি মানুষ?

তারাভরা আকাশ, জোসনামাখা রাত,

কানে কানে বাতাসের ফিসফিসানি,

কোকিলের ডাক, এসব দেখেও যদি

তোমার রোমান্টিক হতে ইচ্ছে না করে,

তবে তুমিই বলো, তোমাকে মানুষ নামে

ডাকার কোন প্রয়োজন আছে?

কিংবা মধ্য দুপুরে ঝোঁপের আড়াল হতে

কোন বিরহী ঘুঘুর বিলাপধ্বনি শুনে

যদি তোমার বুক থেকে কোন দীর্ঘশ্বাস

না বেরোয় তবে কে বলে তুমি মানুষ?

মানুষের মত দেহকাঠামো তো খেলনা

পুতুলেরও আছে, তাই বলে সে কি মানুষ?

চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা স্টাচু কি মানুষ?

গুম হওয়া যুবক, যার প্রাণহীন দেহ এখন লাশ হয়ে পড়ে আছে ধানের ক্ষেতে,

সে হয়তো রাতেও তারাদের দিকে তাকিয়ে বাঁচার স্বপ্ন দেখেছে।

ভোর রাতে ঠুস শব্দ শোনার আগ পর্যন্ত যে মানুষ ছিল, এখন সে লাশ, শুধুই লাশ। এখন সে আমের খোসার মতই গুরুত্বহীন, আমরা তাকে বাড়ির বাইরে রেখে আসার জন্য ছটফট করছি।

 

তাহলে মানুষ কে?

 

মানুষ তো সেই, যার বুকে জমা আছে একশো একটি লালপদ্ম। নির্ভরতার দুটো সুঠাম হাত। আর শাপলার ঠোঁট।

যে হাফেজে কুরআনের মত অনর্গল  বলে যায়, ভালবাসি, ভালবাসি।

ভালবাসি তোমাকে, তোমার কালো চুল,

তাল শাঁসের মত দাঁত, তোমার জন্য পাঠানো  একাকীত্ব, নদী ও পাখিদের আহলাদি কিচির মিচির।

এবং অবশ্যই তাঁকে, যিনি না চাইতেই মানুষের জন্য সর্ষেফুলের মধু বিছিয়ে রাখেন বিস্তীর্ণ মাঠে। যাঁর নেয়ামতের শোকরিয়া আদায় করার সাধ্য মানুষের নেই।

আল্লাহু আকবার।

১১/০৭/২০২০ ৯টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.