সিরাজদৌলার অথর্ব স্বজন - অপ্রকাশিত কবিতাঃ ২৬৬

কবিতা-২৬৬ : সিরাজদৌলার অথর্ব স্বজন

মাঝরাতে কুকুরের কান্না শুনে ঘুম ভেঙ্গে গেল। ওরা কাঁদে কেন?

শুনেছি, কুকুরের ঘ্রাণশক্তি খুব প্রবল।

কিসের ঘ্রাণ পাচ্ছে ওরা?

 

ওরা যখন কাঁদছে বুঝাই যাচ্ছে, ভাল কিছু নয়। ওরা কি কোন অনাগত বিপদের গন্ধ পাচ্ছে?

আমি বললাম, এই, ওঠো, ওঠো।

শুনতে পাচ্ছো কুকুরের কান্না?

বলতো, কুকুর কাঁদছে কেন?

 

ও পাশ ফিরে বিরক্তির স্বরে বললো, রাত দুপুরে কি শুরু করলে! ঘুমাও তো।

 

হ্যাঁ, আমাদের ঘুম পাড়ানোর জন্য

বিন্দু মাসী গান বানাচ্ছে।

শুধু তুমি আমি নই, এখন সারা জাতিই ঘুমাবে।

যেমন ঘুমিয়ে ছিল, সিরাজদৌলার অথর্ব স্বজন।

১৫/০৩/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.