নপুংসক বীরদের গল্প - অপ্রকাশিত কবিতাঃ ২৬৫

 

কবিতা-২৬৫ : নপুংসক বীরদের গল্প

ঢাকা শহর এখন মানুষ শূন্য।

আগে এ শহরে মানুষ বসবাস করতো।

এখন এখানে বাস করে চানক্য সন্ত্রাস।

 

এজন্য আপনি কাকে দায়ী করবেন?

বল্লভসেন কি জিঞ্জিরার কোন ঘরে

ঘাপটি মেরেছিল?

কোন ডাকাতের হাতে পরাজিত হলো

শায়েস্তা খাঁর ঢাকা?

নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় করার জন্য যদি জমি না দিত তবে রমনাপার্কে এত উল্লুকের আমদানী হতো না।

আর চানক্য সন্ত্রাসও গ্রাস করতে পারতো না মসজিদের শহর।

তবে কি আমাদের আদরের ঢাকা এভাবে বেহাত হয়ে যাওয়ার জন্য নবাব সলিমুল্লাহ দায়ী?

 

নবাব সলিমুল্লাহর দানকৃত জমিতে যখন ডাকাত পড়লো আপনারা কোথায় ছিলেন? কেন সে ডাকাতদের তাড়া করেননি? যদি বলি, বুজদীল, আহাম্মক, নপুংসক তৎকালীন ঢাকাবাসীর অলসতার জন্য এ পরাজয়, তবে কি ভুল বলা হবে?

 

একাত্তুরে অকুতোভয় বাংলার জনগণ বুকের তাজা রক্ত ঢেলে যে স্বাধীনতা এনেছিল, সেই স্বাধীনতা যখন খাটের তলে বসে ইঁদুর খাচ্ছিল, তখন, তখন তাদেরই সন্তানরা সীমান্তের ওপার থেকে আসা ফেনসিডিলে চুমুক দিয়ে দেখছিল এ অনাচার, তবে কি ভুল বলা হবে?

 

হায়, আমি ভাবছি, আমাদের সন্তানরা যখন আমাদের সম্পর্কে লিখবে, তখন কি লিখবে তারা।

 

ইয়াহিয়ার মত বিদেশী স্বৈরশাসককে যারা তাড়িয়ে ছিল, তাদের সন্তানরা দেশী স্বৈরশাসক তাড়ানোর লড়াই না করে বসে বসে আইসক্রীম খাচ্ছিল, আর স্বৈরাচার ডুগডুগি বাজিয়ে তাদের শোনাচ্ছিল, পেয়ার কিয়া ডরনা।

তখন, তখন আপনার কেমন লাগবে?

১৫/০৩/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.