বাসন্তি রঙ মেখে - অপ্রকাশিত কবিতাঃ ২৬৭

 

কবিতা-২৬৭ : বাসন্তি রঙ মেখে

বাসন্তি রঙ মেখে ভীরু ভীরু পায়

কে তুমি ডানা মেলে বনপথে যাও।

বাসন্তি হাওয়ায় নাচে শত ফুলদল

তুমি শুধু আবেশিত সুবাস ছড়াও।

 

প্রাণে প্রাণে বয়ে যায় প্রেম শিহরণ

আবেশে বিভোর হয়, এই তনুমন।

কার ইশারাতে এই পসরা সাজাও।

নেচে নেচে ফুলদল কার গান গাও?

 

ভাললাগা ভালবাসা কই পেলি তুই

কে দিলরে মায়াভরা পাললিক ভূঁই

বসন্ত আসিলে কেন ফুলে ভরে বন

মনে মনে কেন লাগে প্রেম শিহরণ।

 

যার কাছ থেকে এই ভালবাসা পাও

সুখ পেয়ে তাঁর কথা কেন ভুলে যাও?

১৫/০৩/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.