সুগন্ধী লালপদ্ম - অপ্রকাশিত কবিতাঃ ০৫৫

                                                

কবিতা-০৫৫ : সুগন্ধী লালপদ্ম

স্রষ্টা তিন ধরনের মানুষ সৃষ্টি করেছেন।

একদল দুঃখবাদী।

জীবনে কোনদিন যাদের অভাব যায় না। পৃথিবীতে এরাই সংখ্যায় বেশী।

দ্বিতীয় দলের জীবন কাটে সুখে দুঃখে। সংখ্যায় এরাও কম নয়।

 

খুব অল্প সংখ্যক মানুষই পাওয়া যায় যারা সুখবাদী।

আমি প্রভুর কাছে কৃতজ্ঞ।

তিনি আমাকে সেই বিরল সংখ্যক মানুষের দলে ফেলেছেন,

দুঃখ যাদের কখনো স্পর্শও করতে পারে না।

 

ভেবে দেখলাম, একদিন আমি ছিলাম না। কেউ দয়া করে আমাকে সৃষ্টি করেছেন।

আমি এসেছিলাম খালি হাতে।

তিনিই আমাকে আত্মীয় পরিজন, সহায় সম্পদ দিয়ে ধন্য করেছেন। তিনি এ পৃথিবীর সবই সৃষ্টি করেছেন মানুষের জন্য।

আর মানুষকে বানিয়েছেন সৃষ্টির সেরা।

আশরাফুল মাখলুকাত।

আর কী সৌভাগ্য আমার, আমিই সেই সেরা সৃষ্টি।

 

এই আকাশ, নদী, বাতাস, সাগর, অপরূপ প্রকৃতি,

রোদ বৃষ্টি, সব আমার।

আমার আর কী চাই?

তিনি যখন যাকে ইচ্ছা মৃত্যু দেন।

আমাকে যে এখনো মৃত্য দেননি

তা তো একান্তই তাঁর মেহেরবানী ও মোহাব্বত।

 

কতো আর বলবো? আমার এ জীবনে তাঁর মেহেরবানী ছাড়া আর কিইবা আছে?

আমি এর কোনটা রেখে কোনটার

কৃতজ্ঞতা আদায় করবো?

তিনি যখন যেভাবে রাখেন তাতেই আমি সন্তুষ্ট।

 

একমাত্র নাদান ছাড়া আর কে এসব অস্বীকার করবে?

শোকরকারীর কোন অভাব নেই।

কোন  দুঃখ নেই।

কিছু হারাবারও নেই।

 

আমি তো সেই সুখী মানুষ,

যাকে দেখলে মনে হয়, সুখ সাগরে

ফুটে আছে সুগন্ধী লালপদ্ম।

২৯/০৮/২০১৯-৩:০০ টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.