আমি কবি হতে চাই না - অপ্রকাশিত কবিতাঃ ০৫৪

                                               

কবিতা-০৫৪ : আমি কবি হতে চাই না

সমাজ মনে করে, কবিরা এক ধরনের মানসিক রোগী।

কোন স্বাভাবিক মানুষ কি কবি হতে চায়?

কারণ মানুষ জানে, কেউ জাতীয় কবি হতে চাইলে তাকে আগে হোটেলবয় হতে হয়।

 

সাত সাগরের মাঝি হতে চাইলে তাকে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হয়।

হিজল বনের পাখি তার চিকিৎসার টাকা জোগাড় করতে পারে না।

 

বাদশাও যদি কবি হয় তাকে সম্রাট বাহাদুর শাহ জাফরের মত রাজ্য হারিয়ে জেলের অন্ধ প্রকোষ্ঠে

মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়।

 

তবু মানুষ কবি হতে চায় কেন?

কত কঠিন কঠিন রোগের চিকিৎসা

বেরিয়েছে, এ রোগের ঔষধ কী?

পাগলের জন্য পাগলা গারদ আছে,

কবির জন্য কী আছে?

 

কবিরা ভাবে, কবি হলে পদক জুটবে,

সম্মান জুটবে, উত্তরীয় জুটবে, কিন্তু

তিনবেলা ঠিকমত খাবার জুটবে না।

তবে কেন সে কবি হওয়ার জন্য

উতলা হবে?

 

পিঁপড়ের নাকি পাখা গজায় মরার জন্য,

কবিরও কি তাই?

পাগল ছাড়া কে কবি হতে চায়?

 

মানুষ কবিতা পড়ে না।

কবিতা উঁইপোকার আদর্শ খাবার।

মানুষ কি উঁইপোকার খাদ্য হওয়ার জন্য কবিতা লেখে?

 

প্রভু আমার! আমাকে তোমার যা বানাতে ইচ্ছে করে, বানাও।

শুধু একটাই প্রার্থনা,

তুমি আমাকে কবি বানিও না।

 

পদক দিয়ে আমি খাটের নিচটা

ভরাট করে ফেললে, গিন্নী বলে,

আমি তার আলু পেঁয়াজ রাখার

জায়গাটা দখল করে ফেলেছি।

প্রভু, তুমি কি একজন কবিকে

শেষ পর্যন্ত দখলকারী বানাবে?

 

আমি ক্ষুধাকে বড় ভয় পাই।

বাহাদুর শাহ জাফরের মত আমি

এমন কোন সম্রাট হতে চাই না,

নিজের দেশে যার লাশটা রাখারও

জায়গা হয় না।

 

প্রভু, তুমি আমাকে কবি বানিও না। সত্যি বলছি, আমি কোন কবি হতে চাই না।

২৯/০৮/২০১৯ দুপুর ১২টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.