মুক্তির আনন্দনগরে - অপ্রকাশিত কবিতাঃ ২৬২

 

কবিতা-২৬২ : মুক্তির আনন্দনগরে

কেউ ভাল ভাল কথা বললেই তাকে ভাল মানুষ মনে করার কোন কারণ নেই।

আপনাকে মনে রাখতে হবে, সে পাপপূণ্যে ভরা গন্ধমখেকো এক অনন্য আদম।

সে কোন ফেরেশতা নয়। জীবন মানেই পাপ ও পূণ্যে ভরা এক অবাধ্য যৌবন।

 

কাল কেয়ামতে কেউ সুমিষ্ট ওয়াজ আর সুললিত ভাষণের জন্য মুক্তি পাবে না।

সেদিন বিচার হবে আমলের, কর্মের।

কথা নয়, কর্ম ভালো হলেই আপনি পেয়ে যাবেন কাঙ্খিত সবুজ কার্ড- আমলনামা। যা আপনাকে নিয়ে যাবে অপার্থিব মুক্তির ঠিকানায়।

 

মানুষ কারো মন ও কর্মের খবর জানে না। এমনকি মানুষ এমন পাপও করে, যার খবর সে নিজেও জানে না, জানেন একজন, যাকে সবকিছু অকপটে জানায় দুকাঁধের দুই নিয়োজিত বিশ্বস্ত বানী লেখক।

 

সালেহার কথা মনে হলেই যার মন

কেমন কেমন করে, সে কি কখনো বলতে পারবে, পাপের সমুদ্রে সে কতবার হাবুডুবু খেয়েছিল?

 

অন্ধকারের সঙ্গী তো কেবলই অন্ধকার।

আলোর মশাল জ্বলে উঠলে আর অন্ধকার থাকে না। যারা মনে করে 'অন্ধকার ও দুর্বোধ্যতাই' কবিতা, তারা হঠাৎ আলোর বিচ্ছুরণে অন্ধ হয়ে যায়।

ভালোর ভেতরেই লুকিয়ে থাকে মন্দ আর মন্দের ভেতর ভালো।

তাই, কাউকে বিচার করতে যাওয়া মানুষের কম্ম নয়।

 

ওটা রেখে দিন শুধুমাত্র তাঁরই জন্য।

ভাষণ নয়, কর্ম দিয়ে জয় করুন মানুষ ও মানুষের প্রভুকে।

পৌঁছে যান মুক্তির আনন্দনগরে।

১৪/০৩/২০২৩ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.