বিচারের কাঠগড়ায় - অপ্রকাশিত কবিতাঃ ২৬১

 

কবিতা-২৬১ : বিচারের কাঠগড়ায়

বেশী ভাব নিয়ো না।

ওটা আল্লাহ পছন্দ করেন না।

তুমি যাকে মেথর বলছো তুমি

তার চেয়ে আলাদা কিসে?

সে ময়লা পরিষ্কার করে বলে

তাকে ঘৃণা করবে?

কেন তুমি করো না?

রাজা বাদশাহরা করে না?

আলেম ও পীর করে না?

কর্মী করে তাই বলে কি নেতা করে না?

 

তোমার মাঝে যাতে অহমিকা ভর করতে না পারে সে জন্য স্রষ্টার কি বিধান দেখো, সবাইকে নিজ হাতেই নিজের ময়লা পরিষ্কার করতে হয়।

ফলে, মেথরের কাজ তুমিও করো, রাজাও করে।

নেতাও করে, পীরও করে।

যার যা দায়িত্ব সেটা তাকে করতেই হয়।

 

কিন্তু মানুষ হিসাবে সবাই সমান।

দায়িত্ব শেষে সবাইতে মরতে হবে, দাঁড়াতে হবে শেষ বিচারের কাঠগড়ায়।

১৩/০৩/২০২৩ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.