সুখেভরা করুণ আর্তনাদ - অপ্রকাশিত কবিতাঃ ২৬৩

 

কবিতা-২৬৩ : সুখেভরা করুণ আর্তনাদ

একাকী নদীপাড়ে বসে শীতসন্ধ্যায় কখনো সূর্যাস্ত দেখেছেন?

তাহলে আপনি জীবনকেই দেখেননি।

কী মায়াময় স্তব্ধতা। মনে হবে,

আপনি এক মোহন পুতুল। দেখছেন, কি করে পৃথিবী থেকে আলো বিদায় নেয়।

 

একদিন নিভে যাবে আপনার চোখের আলো।

পৃথিবী যেভাবে আপনার চোখের সামনে ডুবে যাচ্ছে অতল অন্ধকারে

তেমনি সবার চোখের সামনে একদিন

আপনিও নাই হয়ে যাবেন। স্বজনের জন্য এ যাত্রা বেদনার কিন্তু আপনার জন্য আনন্দের। সারাদিনের কর্মব্যস্ততার পর আপনি যাচ্ছেন স্বপ্নময় ঘুমের রাজ্যে।

 

আজ আপনি পাবেন আপনার এতদিনের কাজের বেতন।

সে বেতন আপনি খরচ করবেন তৃপ্তিকর রোমাঞ্চে ভরপুর সুখের জন্য।

আহ শান্তি। আহ সুখ। আহ তৃপ্তি।

 

অশ্রুসিক্ত নয়নে সবাই যখন আপনাকে বিদায় জানাচ্ছে, আপনি তখন নতুন ঠিকানার কস্তুরী সৌরভে বিভোর।

এই শীতসন্ধ্যা দুঃখ ও বেদনার সাথে সুখের মিলনের মাহেন্দ্রক্ষণ।

আবেগে থর থর কাঁপছে হৃদয়ের পলিভুমি। রক্তিম আকাশ ময়ূরের পুচ্ছ মেলে আপনাকে জানাচ্ছে গার্ডঅব অনার। বেজে উঠছে অপার্থিব বিউগল।

 

একজন মুমীনকে অভ্যর্থনা জানানোর এ আয়োজন কি আপনি দেখেছেন? শীতসন্ধ্যার সুখদ সমুদ্রে ডুব দিয়ে কুড়িয়েছেন মরকত পাথরউপলব্ধি করেছেন বেদনা ও সুখের কোলাকুলি?

 

সন্ধ্যাকে উপভোগ করুন একান্ত নিজস্ব করে। উপভোগ করুন আপনজন রেখে বিদেশে যাওয়ার সুখেভরা করুণ আর্তনাদ।

১৪/০৩/২০২৩ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.