যে করে শোকর - অপ্রকাশিত কবিতাঃ ১৬৬

                                                                                             

কবিতা-১৬৬ : যে করে শোকর

কোথায় যে কার লাভ, জানা নেই।

বিয়েবাড়ি গিয়ে দেখি লোকজন বসে আছে, খানা নেই।

জিতে যায় তারা যারা আগে বসে খায়নি।

ডাল শেষ তাই তারা পায় নাকি  গোস্ত।

বসে বসে আফসোস, তাই করে দোস্ত।

 

লুটপাট করে যারা বড়লোক হলো

জিতলো কি তারা তুমি ভেবেচিন্তে বলো।

প্রতিদিন করমালি রাতে কিছু খায় না,

আসলে সে খাবে কি, কোন কিছু পায় না।

 

আশি বছর পার করে করমালি হাসে।

বড় মিয়ার কবরটা ভরে গেছে ঘাসে।

বিশ বছর হয়ে গেল তিনি আর নাই।

করমালি জিতলো, না, হারলো রে ভাই?

 

অবারিত নিয়ামতে যে করে শোকর

আল্লাহর রহমত তারে রাখে ঘিরে

যতটুকু পায় তাতে যে করে সবর

সফলতা বাসা বাঁধে তার নত শিরে।

০৬/১০ /২০২০ ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন। 

No comments

Powered by Blogger.