নিরাপদ জান্নাত - অপ্রকাশিত কবিতাঃ ১৬৫

                                                                                             

কবিতা-১৬৫ : নিরাপদ জান্নাত

মিথ্যাবাদীকে কেউ ভালবাসে না।

হয়তো আপনিও না।

কিন্তু আপনি কি জানেন, আপনি নিয়মিতই মিথ্যা বলেন?

আপনি একজন মিথ্যুকই নন,

সেই সাথে একজন প্রতারকও বটে।

 

কখনো বেখেয়ালে মিথ্যা বলেন, কখনো অজান্তে। আবার কখনো বলেন, ওটাতো আমি দুষ্টামি করে বলেছি। তার মানে, আপনি যে দুষ্ট সেটাও আপনি অবলীলায় স্বীকার করে নিলেন।

 

কখনো আপনি মজা করতে গিয়ে মিথ্যে বলেন।কখনো বলেন, ওটা ছিল শুধু কথার কথা।

 

হ্যালো, তুমি কোথায়?

এইতো সোনা, আমি আসতেছি। অথচ আপনি তখন হোটেলে বসে চা খাচ্ছিলেন।এরপরও বলবেন, আপনি মিথ্যুক নন?

 

হয়তো একদিন তরকারীতে লবণ একটু বেশী হয়ে গেছে। অমনি আপনি বলে দিলেন, এমন একটা দিন দেখলাম না, যেদিন রান্নাটা ঠিকমত করতে পেরেছো।

সারাদিন করো কি?

 

ছেলেটা পরীক্ষায় একটু খারাপ করেছে। আপনি ধমকে উঠলেন, গাধা কোথাকার।

কখনো মিথ্যে বলে নিজের দোষ

অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। আর উপদেশ ঝারেন, মিথ্যে বলা মহা পাপ।

 

অথচ প্রতিদিনই আপনি কি সুন্দর মিথ্যে বলে যাচ্ছেন।

মায়ের সাথে যেনা করার চাইতেও খারাপ পরনিন্দা করা। কিন্তু আলেম হয়েও আপনি আরেক মুসলমানকে কাফের বলে ফতোয়া দেন। কি জঘন্য!

 

বছরে একদিনও যে পড়শির খবর নেয়নি সে মুসলমান হয় কি করে?

পীর, বুজর্গ হওয়ার দরকার নেই।

লেবাস নয়, স্বভাবে মুসলিম হলেই

পৃথিবী হবে নিরাপদ জান্নাত।

১৬ জুন ২০২১ ০৬টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.