দাবায়ে রাখতে পারবা না - অপ্রকাশিত কবিতাঃ ১৩১

                                                                                       

কবিতা-১৩১ : দাবায়ে রাখতে পারবা না

একটি অমর কবিতার নাম বাংলাদেশ।

যার পাতায় পাতায় মায়ের আদর, স্নেহসিক্ত চুম্বনের দাগ।

বাংলাদেশ বাবার সেই নির্ভয় হাত, যার আঙুল ধরে

হেঁটে গেলে মিটে যায় বিশ্বদর্শনের অনন্ত প্রেমক্ষুধা।

বাংলাদেশ আমার প্রেম, আমার ভালবাসা।

 

বাংলাদেশ দুপুরের রোদে ঘুঘুপাখির ডাক। বোনের হাত ধরে মক্তবের পথে হাঁটা। বেলী ফুলের সৌরভমাখা বাসর রাতের দুরু দুরু বুক।

কী অপরূপ। কী স্নিগ্ধ, মায়াময় পরিবেশ।

যেন বেহেশতের সবুজ উদ্যানে ডাকছে হুদহুদ পাখি।

 

বাংলাদেশ আমার ভাইয়ের কৈশোরের চাপল্যের দ্রাঘিমা। দলবেঁধে শাপলার  বিলে ডুবসাঁতার। বাংলাদেশ ইরাবতী নদীর  ঘাটে ঘোমটা দেয়া নাইওরীর কৌতুহলী চোখ।

বাংলাদেশ অফুরন্ত সুখসলীলে মিশে যাওয়া বেদানার রস, বার বার যা  খেতে আসে স্বৈরাচারী বিষপোকা।

 

সাবাস তিতুমীর, সাবাস রক্তরাঙা নয় মাস।

বাংলাদেশের যুবকরা জানে, যারা রক্ত দিতে শিখে গেছে তাদের কেউ দাবায়ে রাখতে পারে না।

বাংলাদেশ একটি অমর কবিতার নাম, যে কবিতা লেখা হয়েছে শত শহীদের রক্ত দিয়ে।

তাই আবারো ঘোষণা করছিঃ

একবার যখন রক্ত দিতে শিখেছি,

কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না।

পারবা না, পারবা না, পারবা না।

১৮/০৩/২০২১   ১১টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.