তোমার ইচ্ছা - অপ্রকাশিত কবিতাঃ ১৩০

                                                                                      

কবিতা-১৩০ : তোমার ইচ্ছা

জাতিকে যা বলার আমি বলে দিয়েছি।

কোরানের পাতা খুলে দেখিয়ে দিয়েছি,

কোনটা আলো, কোনটা কালো।

তারপর বলেছি, বেছে নাও তোমার পরিনাম।

যার পছন্দ কালো, সে কালো বেছে  নাও,

আঁধার রাত তোমাকে স্বাগত জানাবে।

যে আলোকিত প্রভাত দেখতে চাও,

তাকিয়ে দেখো, পবিত্র কোরআন তোমার দিকে তাকিয়ে আছে ঊষার রবির স্নিগ্ধতা নিয়ে।

 

তোমার ও আমার মালিক তো এক ও অভিন্ন।

তোমার মালিক যখন তোমাকে সামান্য স্বাধীনতা দিয়েছেন, আমি তা ছিনিয়ে নেয়ার কে?

তোমার ভাল মন্দ বিচার করার কোন দায়িত্বই আমাাকে দেয়া হয়নি।

এ দায়িত্ব তিনি তুলে নিয়েছেন নিজের কাঁধে।

তাহলে তোমার ভালমন্দ দেখার আমি কে?

 

তোমার কি হবে? সেটা বলবে তুমি।

কারণ রাত নিশিতে তুমি কি করেছো

আমি কি তা দেখেছি?

রোজার সময় পুকুরে ডুব দিয়ে

তুমি পানি খেয়েছো কিনা,

সেটা জানো তুমি আর তোমার দুই কাঁধের দুই ফেরেশতা।

 

ওরা সে কথা লিপিবদ্ধ করে রেখেছেন।

তুমি ভুলে গেলেও ফেরেশতারা

তা কোনদিন ভুলবে না।

আমি কি জানি তোমার অন্তর কতটা অসভ্য?

অতএব, তুমি তোমার সামান্য স্বাধীনতা ভোগ করতেই পারো।

 

আমি কি তোমাদের দেখাইনি সত্য ও মিথ্যা? দেখাইনি আলো ও অন্ধকার?

এবার তুমিই ঠিক করো, তুমি কার?

আলোর না অন্ধকারের?

 

তুমি যারই হও, তাতে আমার কিছুই যায় আসে না।

কারণ তোমার কবরে আমি যাবো না। কোনদিনও যাবো না।

 

আমি শুধু জানি, তুমি আমার সেই ভাই, যে ভাইয়ের জন্য কেঁদেছিল  জন্মদাতা পিতা ও মা হাওয়া

তুমি কি পড়োনি, আমাদের জন্ম হয়েছে শুধু লা-শরিক আল্লাহকে সেজদা করার জন্য, তাকে ভালবাসার জন্য, তাঁর সৃষ্টিকে ভালবাসার জন্য?

 

এখন তোমার সেই একচিলতে স্বাধীন সাম্রাজ্যে তুমি কি লেলিহান শিখা রাখবে, নাকি পুষ্পকানন, সে শুধু তোমার ইচ্ছা।

আবারও বলছি, তোমার সেই একচিলতে স্বাধীন সাম্রাজ্যে তুমি কি লেলিহান শিখা রাখবে, নাকি পুষ্পকানন, সে শুধু তোমার ইচ্ছা।

১৬/০৭/২০২০ ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.