ভালবাসা অনিঃশেষ - অপ্রকাশিত কবিতাঃ ০৮৯

                                                                           

কবিতা-০৮৯ : ভালবাসা অনিঃশেষ

কার ভালবাসাকে অপমান করবে তুমি?

ভালবাসা কি শপিংমলে কিনতে পাওয়া য়ায়?

তবে তো নো প্রবলেম।

এখনি ব্রান্ডিংশপে বলে দিচ্ছি।

তুমি দাঁত মেজে ওয়াসরুম থেকে বেরোনোর আগেই চলে আসবে সুদৃশ্য প্যাকেটে মোড়া ভালবাসা

 

তারপর আর কী?

আমার মা চাচীরা যেভাবে নারকেল তেলের

শিশি খুলে মাথায় দিত আর জ্বীনের বাদশার গল্প বলতো, তেমনি তুমিও যতটুকু দরকার ভালবাসা নিও আর আমাকে শুনিও নূরজাহানের গান।

 

অবশিষ্ট ভালবাসা আমি ফ্রিজে তুলে রাখবো, যেনো ভালবাসা কোনদিন বাসি হতে না পারে

তোমার যখনি মনে হবে ভালবাসা কমে গেছে, ফ্রিজ খুলে আবার একটু লাগিয়ে নিও।

 

মা বরফ ঠান্ডা ভালবাসা সইতে পারে না।

ফ্রিজ ছিল না বলে আমার মায়ের কী ভালবাসা কম ছিল?

তবে ফ্রিজের কী দরকার?

 

চলো আবার শীত সকালে নাড়ার আগুন জ্বালি।

চলো বলি, আল্লাহ গো, একটু রোদ দাও।

এই রোদে কি কারো ভালোবাসা নেই?

 

মেহমান এলেই মা মুরগী ধরে জবাই করতেন।

কিন্তু তারপরও অন্য মুরগীরা মায়ের হাত থেকেই খাবার নিত।

এই খাবারে কী ভালোবাসা মেশানো থাকতো না?

 

তুমি কার ভালবাসাকে অস্বীকার করবে?

তোমাকে আনন্দ দেয়ার জন্য বাগানে যে গোলাপ ফুটেছে তাকে?

না সর্ষে ফুলের কটাক্ষকে?

না, তুমি যেমন তোমার সন্তানকে খেলনা গাড়ি দিয়ে খুশী হও তেমনি যিনি এইসব ফুল, পাখি, নদী দিয়েছেন তোমার তৃপ্তির জন্য, তাকে?

কার ভালবাসাকে অপমান করবে তুমি?

০৫/০৫/২০২০ ৬টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.