ও জীবন ও পবিত্র শিশু - অপ্রকাশিত কবিতাঃ ০৯০

                                                                           

কবিতা-০৯০ : ও জীবন ও পবিত্র শিশু

কবি ও প্রেমিকরা সূর্যের খরতাপ সহ্য করতে পারে না।

ও আল্লাহ, এ জন্যই কি তুমি রাত দিয়েছো, আঁধার দিয়েছো? আহ, কী আরাম।

একটুকরো আঁধার আসে বলেই, পূর্ণিমা আসে, চাঁদ হাসে, আসে জোসনার কোমলতা।

দূর থেকে ভেসে আসে বাতাসের হিল্লোল, হাস্নাহেনার হৃদয়কাড়া সুঘ্রাণ।

মানুষ পরিচিত হয় কুসুমিত কোমলতার সাথে।

 

এই জোসনা আছে বলেই মানুষ জানতে পারছে মমতা কি? স্নেহ ও প্রেম কি?

চাঁদ থেকে ছড়িয়ে পড়া জোসনা আছে বলেই জানতে পারছে ভালবাসা কি?

পূর্ণিমা হয় বলেই মানুষ চিনেছে পূণ্য। অমাবশ্যা হয় বলে চিনেছে পাপ।

 

একটু আড়াল না হলে, আঁধার ও জোসনা মাখামাখি না হলে যে হৃদয় খুলে দেয়া যায় না।

হাতে হাত ধরা যায় না।

আবেগের দুয়ার খুলে দেয়া যায় না। মানুষ তো নির্লজ্জ শয়তান না।

 

তুমিই আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলেছো।

নিকষ আঁধার যেমন জীবন নয়, তেমনি খরতাপও মানুষ সহ্য করতে পারে না।

 

কট্টরপন্থীরা জানে না, পাথরে সবুজ উদ্ভিদের জন্ম হয় না। কোমল মাটি না পেলে জীবন বাঁচে না।

হে মানুষ, তোমার কোমল হৃদয় আছে বলেই

জীবনে ফুল ফোটে, সবুজ হাসে। ভালবাসার কচি চারা গজায়।

 

জীবন মানেই রাত ও দিন।

জীবন মানেই আলো ও আঁধার।

জীবন মানেই সুখ ও দুঃখের চিরন্তন দ্বন্দ্ব।

জীবন মানে, হাসি কান্না, বেদনা উল্লাস।

জীবন মানে, আবীর মাখা বিকেল, প্রসন্ন প্রভাত।

 

এ জীবনে থাকবে লাউয়ের লতানো লতা, একরোখা দেবদারু ও সুবিশাল বটবৃক্ষ।

 

কট্টরপন্থিরা পাথরে মাথা ঠুকে মরুক, আপোষকামীরা ডুবে যাক সাগরের নোনা জলে।

তারপরও জলে মাছ থাকবে,

বনে থাকবে হরিণ ও বাঘ

গাছে গাছে পাখি ডাকবে

আর লোকালয়ে খেলা করবে পবিত্র শিশুর দল।

৯/০৫/২০২০ রাত ১০টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.