না, স্বপ্নেরা মরে না - অপ্রকাশিত কবিতাঃ ১৫৯

                                                                                            

কবিতা-১৫৯ : না, স্বপ্নেরা মরে না

মনে করো আমি মারা গেছি।

মারা গেলে কি হয়?

সে একাকী হয়ে যায়।

মিছিলের সাথীরা মিছিলে ডাকে না।

খেলার সাথীরা ডাকে না খেলার জন্য।

রমনা পার্কে বসে বাদাম চিবানো হয় না।

 

তাকে দেখা যায় না কোন কবিতার আসরে।

অমুক দিবস তমুক দিবসে

কেউ ডাকে না আলোচনার জন্য।

সে কেমন আছে জানার জন্য

কেউ কবরস্থানে যায় না।

 

না, জমকালো আড্ডা হয় না।

দেখতে যায় না সে নিজের জমিন, ফসলের ক্ষেত। সে সূর্যোদয় সূর্যাস্ত দেখে না। এইতো?

 

তোমার সাথে শেষ কবে দেখা হয়েছিল মনে আছে? মনে আছে প্রজাপতির ডানায় সুখ ভরে বাড়ি ফিরেছিলাম।

 

মনে আছে আমরা মীর কাসেম হবো,

বখতিয়ার হবো, জালিমের বিষদাঁত ভেঙে একটি মানবিক সমাজ গড়বো,

যেখানে মানুষ মানুষের ওপর জুলুম করবে না, আহতের চিৎকারে বাতাস ভারী হবে না।

 

হ্যাঁ, আমি মারা গেছি।

তাতে কি হয়েছে?

সূর্য কি থমকে দাঁড়িয়েছে?

বাতাস কি তদন্ত করছে কিভাবে মারা গেলাম?

তাহলে? আবারও একজন খালিদ বিন ওয়ালিদ মদীনায় ছুটে যাবে,

কর্ডোভায় মুসা বিন শমশির বলবে,

সাহস থাকলে সামনে আয়।

ঘোড়ার পিঠে চেপে বসবে সালাহউদ্দিন আইয়ুবী, সূর্যের খরতাপে মুছে যাবে ময়লা কাঁদা।

 

ফুল ফুটবে, পাখি ডাকবে, তিতুমীরের সন্তানেরা গড়ে তুলবে বাঁশের কেল্লা।

 

মনে করো আমি মারা গেছি।

তাতেই কি থেমে যাবে বিক্ষুব্ধ সাইক্লোন?

বন্ধ হয়ে যাবে অনিবার্য বিপ্লবের কাড়া নাকাড়া?

না, কিছুই হবে না।

আমাকে তোমরা মঞ্চে দেখবে না।

আমি থাকবো কবিতার ফুলঝুড়িতে,

মুখরিত শ্লোগানে, সাগরের কল্লোলে,

প্রচন্ড ঝড়ের সাথে।

 

আমি থাকবো তোমাদের ভালবাসায়,

তোমাদের পল্লবিত স্বপ্নে, চোখের পানিতে, মুনাজাতের আঙুলের ফাঁকে ফাঁকে।

 

আমি মারা যাবো। মরবে না আমার স্বপ্ন। স্বপ্ন কোনদিন মারা যায় না।

কখন দুদায়েভ দাঁড়িয়ে যাবে জানে না কেউ। কখন ইমাম শামিল তুলে ধরবে ন্যায়ের ঝান্ডা সে অপেক্ষায় না থেকে ইচ্ছে করলে আমরাও পথে নামতে পারি। কী, পারি না?

১২/১১/২০২০ ৭টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.