চলে যাবে? যাও - অপ্রকাশিত কবিতাঃ ১৪৫

                                                                                         

কবিতা-১৪৫ : চলে যাবে? যাও

চলে যাবে? যাও।

মানুষ তো যাবার জন্যই আসে।

কেউ কি থাকে? না, থাকে না, কেউ না। কেউ থাকে না, শুধু রেখে যায় কিছু অন্তরঙ্গতা। যেমন বকুল ফুলের মালা তার সৌরভটুকু রেখে যায়।

 

বর্ষা চলে যায়, রেখে যায় তার চুম্বনের দাগ। যাওয়াটাই শেষ নয়। এ যাওয়াই প্রমাণ করে একদিন এসেছিলে তুমি।

 

তুমি চলে যাবে? যাও।

তুমি চলে গেলেই আমি নিঃসঙ্গ হয়ে যাবো, ভেবো না কখনো।

তুমি চলে যাবে, কিন্তু আমার কাছে রয়ে যাবে তোমার হাসির ফোয়ারা।

তুমি চলে যাবে, কিন্তু খাটের ওপর লেপ্টে থাকা ঘামের আতর বার বার তোমার কথাই মনে করিয়ে দেবে।

তুমি চলে যাবে, কিন্তু আমার বুক পকেটে তোমার গন্ধরাজ চুলের যে ঘ্রাণ লুকিয়ে আছে তা কি নিয়ে যেতে পারবে?

 

বলি, বৃষ্টিস্নাত দুপুরের যমজ আনন্দটুকু কেউ কি নিয়ে যেতে পারে?

তুমি থাকবে না।

কিন্তু তোমার পটলচেরা নয়নের

আমন্ত্রণ কি নিয়ে যেতে পারবে?

তবে কেন যাবার ভয় দেখাও?

 

আমি যতবার ঝালমুড়ি খাবো, তুমি থাকবে আমার সঙ্গে।

চায়ে চুমুক দেয়ার আগে আমি মনে করবো তোমার কথা।

যতবার গোলাপ ফুটবে, যতবার চাঁদ উঠবে, আমি অনন্তে তাকালেই দেখতে পাবো তোমার আনন।

 

তুমি যেতে চাও? যাও।

চাইলেই কি সব নিয়ে যাওয়া যায়?

২৫/০৫/২০২১   ২টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.