কোথায় পালাবে? - অপ্রকাশিত কবিতাঃ ১৪৪

                                                                                         

কবিতা-১৪৪ : কোথায় পালাবে?

শিকারীর ফাঁদে পা দিও না মায়ামৃগ।

পালাও, পালাও, এ লোভাতুর অরণ্য থেকে। পালাও হরিণী।

 

তোমার চারদিকে শত্রু।

চারদিকে দম বন্ধ করে লুকিয়ে আছে

অদৃশ্য আততায়ী। কোথায় পালাবে তুমি?

 

যে  সুদৃশ্য বিপনী বিতানে তুমি হাঁটছো, প্রতি কদমে সহস্র দৃষ্টিবাণ বিদ্ধ করছে তোমাকে। তোমাকে ছাড়া তথাকথিত আধুনিক সভ্যতা চলে না,

এমনকি গেঞ্জির বিজ্ঞাপনও।

 

দৃর্ভাগ্য তোমার, নাটকে, সিনেমায় তোমাকে সুরক্ষার জন্য ছুটে আসছে যে হীরো, সে আসলে হীরো নয়, অদৃশ্য ঘাতক।

কোথায় পালাবে তুমি?

 

তোমার উনি মক্কা গিয়ে কাবাঘর ঝাড়ু দিচ্ছেন, আর তুমি? দেবর নামক নেকড়ের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছো প্রতিনিয়ত।

 

কে দুলাভাই? ও তো ছদ্মবেশী খুনী।

তুমি কি মনে করো, এ পৃথিবী নরম মাংশলোভী একদল ইতরের।

 

না, হরিণী না, জলদি পালাও।

পালাও মায়ামৃগ। পালাও, পালাও।

 

তুমি বললে, কোথায় পালাবো?

আমি নির্বাক।

তাই তো, কোথায় পালাবে তুমি?

০১/১১/২০২১   বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.