মেহেদীমাখা নরম হাত - অপ্রকাশিত কবিতাঃ ২২৩

                                                                                                         

কবিতা-২২৩ : মেহেদীমাখা নরম হাত

স্বপ্নসম্ভারের ভেতর ভ্রমণ করার নাম কবিতা।

চোখ বন্ধ করুন।

এবার হারিয়ে যান গভীর স্বপ্নরাজ্যে।

বাগানে ফুলের সৌন্দর্য উপভোগ করুন।

তিতির গাখির গান শুনুন তন্ময় হয়ে।

 

আপনি শুয়ে আছেন ছেঁড়া কাথায়।

কিন্তু ভাবুন, আপনি তাকিয়ায় হেলান দিয়ে

তাকিয়ে আছেন কোন সহাস্য চাঁদের দিকে।

 

বাসের ডান্ডা ধরে ঝুলে আছেন।

ঘামছেন অনবরত। কিন্তু ভাবছেন,

আপনি বসে আছেন নদীর পাড়ে।

মেঘলা আকাশে নীল আলো জ্বলছে মোহনীয় রঙমহলে।

 

ঝিরিঝিরি বাতাস বইছে।

মিহিস্বরে কেউ আপনাকে বলছে,

এতক্ষণ কোথায় ছিলেন?

 

সত্যি বলুন তো

একটুও কি প্রশান্তি লাগেনি?

এই প্রশান্তির নাম কবিতা।

 

চোখ খুলুন,

চলুন আবার পৃথিবীতে ফিরে যাই।

এভাবে যিনি যত সুন্দর স্বপ্ন বানাতে পারবেন,

তিনি ততো সফল কবি।

 

পাকা আতাফলের মত

মিষ্টি স্বপ্নের নাম কবিতা।

 

না ভুলা চোখের কটাক্ষ কবিতা।

অতিন্দ্রীয় আলেয়ার নাম কবিতা।

কবিতা বাংলাদেশের বিস্তীর্ণ ফসলের মাঠ।

বকুল ফুলের গন্ধ।

হাস্নাহেনার ঘ্রাণ।

 

যাকে বুকের ভেতর ভরা যায়, কিন্তু

বস্তায় ভরে বাড়িতে নেয়া যায় না।

কবিতা অনুভব করা যায়, ধরা যায় না।

কবিতা তো তোমার মেহেদীমাখা নরম হাত।

০১/০৯/২০২২ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.