রিয়ার স্বপ্ন - অপ্রকাশিত কবিতাঃ ২২২

                                                                                                         

কবিতা-২২২ : রিয়ার স্বপ্ন

রিয়া।

তুই কি তবু স্বপ্ন দেখিস

আজো আমায় নিয়া?

আমার কথা ভাবিস তুই

পুকুরঘাটে গিয়া?

 

আমার জন্য আজো কি তোর

কেমন করে হিয়া?

নাকি কোন রাজপুত্তুর

করলো তোকে বিয়া?

 

কিছুই আমি জানি নারে

জেলে আমি বন্দী।

কেমনে পাবো আমি বল

ফুলের সুগন্ধি?

 

আজো ওরা আমায় ভাবে

ওদের প্রতিদ্বন্দ্বী।

জেলে বসেও আমি নাকি

করি নানা ফন্দি।

 

মিথ্যা মামলা দিয়া আটকায়

দেখায় নানা ভয়

আমার মুখে লেখা নাকি

ওদের পরাজয়।

 

কত কি যে কয়।

এতো কি আর সয়?

 

রিয়া।

স্বপ্নে দেখি তুই মরেছিস

গলায় ফাঁসি দিয়া।

তবে কি তুই স্বপ্ন দেখতিস

সত্যি আমায় নিয়া?

৩০/০৮/২০২২ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.