জিততেই হবে - অপ্রকাশিত কবিতাঃ ২২৪

                                                                                                         

কবিতা-২২৪ : জিততেই হবে

তোমরা কি দেখতে পাচ্ছো না,

সাম্রাজ্যবাদী বেনিয়ারা আবার ঘিরে ধরেছে বাংলাদেশ। প্রিয় মাতৃভূমি।

তোমরা কি দেখতে পাচ্ছো না,

পলাশীর আম্রকানন বানিয়েছে চুয়ান্ন হাজার বর্গমাইলের এ পাললিক ভূমি?

 

মদিনা সনদে দেশ চালানোর প্রতিশ্রুত নিমকহারাম নিয়েছে রাজ্যভার। কোরান ছুঁয়ে শপথ নেয়া

মীরজাফর গোলামীর শিকল পরিয়ে দিচ্ছে জাতির গলায়।

 

তাহলে চুপ করে আছো কেনো?

 

স্বপ্ন দেখছি আমি। পল্টন ময়দানে দাঁড়িয়ে গর্জন করছেন মাওলানা ভাসানীঃ

হে ত্রিশলক্ষ শহীদের বীর সন্তানেরা,

ওঠো। দাঁড়াও। ঐ দেখো তীতুমীর তার বাহিনী নিয়ে আবার ছুটে আসছে ফরিদপুর থেকে।

ক্লান্ত ঘোড়ার খটাখট আওয়াজ কি শুনতে পাচ্ছো না?

 

ঐ আসছে সিপাহী বিপ্লবের সেনাদল।

আসছে ফকির বিদ্রোহীরা।

আসাদের মিছিল আসছে।

সাগরের উত্তাল ঢেউ একের পর যেমন আসতেই থাকে, তেমনি আসছে স্বাধীনতার ঢেউ।

 

যারা গুম হয়েছিল তারা বেরিয়ে আসছে গোপন কারাগার থেকে।

যারা ক্রসফায়ারে মারা গেছে তারা আসছে জ্বলন্ত বারুদ হয়ে।

 

জেলখানা থেকে বেরিয়ে আসছে বন্দী ইউসুফ, তাঁর সহযোদ্ধা ও নিগৃহীতজনদের স্বজনরা।

কে ঠেকাবে এ বিশাল মিছিল?

 

অবশেষে লর্ড ক্লাইভের বাহিনী ফিরে যাবে বাধ্য হয়ে। আর তার পা চাটা কুকুরগুলো ডুবে মরবে মানুষের সীমাহীন ধিক্কারের সমুদ্রে।

 

মিছিল আসছে মালেকের নেতৃত্বে।

সে মিছিলে পতাকা ধরে আছে সাব্বির, হামিদ, আইউবসহ অগনিত মৃত্যুহীন প্রাণ।

 

আমি দেখতে পাচ্ছি মিছিল আসছে আটাশে অক্টোবর থেকে।

হে বাংলার মানুষ! ওঠে, দাঁড়াও।

বজ্রকন্ঠে আওয়াজ তোলঃ

নারায়ে তাকবির, আল্লাহু আকবর।

স্বৈরাচারের চামড়া তুলে নেবো আমরা।

সাম্রাজ্যবাদের আস্তানা পুড়িয়ে দাও, গুড়িয়ে দাও।

 

মিছিল করছে ধানক্ষেত।

মিছিল করছে লাউডগা ও কুমড়ো ফুল।

শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হচ্ছে সবুজ বনানী, পাললিক বনভূমির প্রতিটি বৃক্ষপত্র।

 

জলাশয়ের ক্ষুব্ধ প্রাণীরা আসছে ঝাঁক বেঁধে।

শুরু হয়ে গেছে দুঃশাসন হটানোর আন্দোলন।

ছাত্ররা বেরিয়ে আসছে স্কুল, কলেজ ছেড়ে।

গার্মেন্টস ছেড়ে বেরিয়ে আসছে ক্ষুধাতুর মা ও বোনেরা।

অনাহারী মৃত স্বামীর লাশ কাঁধে আসছে চা শ্রমিক।

 

বাংলার প্রতিটি যুবক যুবতীর বুকে দাউ দাউ আগুন।

প্রতিটি বুক থেকে ছুটে আসছে শব্দের মিসাইল।

ছুটে আসছে সমুদ্র গর্জনঃ

নারায়ে তাকবির, আল্লাহু আকবর।

স্বৈরাচারের চামড়া তুলে নেবো আমরা।

সাম্রাজ্যবাদের আস্তানা পুড়িয়ে দাও, গুড়িয়ে দাও।

 

বাতাসে মাওলানার পাঞ্জাবি উড়ছে পতাকার মত।

হাত হয়ে যাচ্ছে সাড়ে তিনহাত লম্বা লাঠি।

লাঠিগুলো কেমন মারণাস্ত্রের রূপ নিচ্ছে।

 

মাওলানা বলছেনঃ

তোমাদের আর হারাবার কি আছে?

খুনীরা তো সিরাজের ফাঁসি সম্পন্ন করেই ফেলেছে। এবার খুনীদের ফাঁসি দেয়ার সময় এসেছে।

উঠো, দাঁড়াও।

 

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।

এবারের লড়াই আমাদের বাঁচার লড়াই।

আমাদের অস্তিত্বের লড়াই।

এ লড়াইয়ে আমাদের জিততেই হবে।

জিততেই হবে।

০৮/০৯/২০২২ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.