মুসকান খানের কথা বলছি - অপ্রকাশিত কবিতাঃ ১৯২

                                                                                                   

কবিতা-১৯২ : মুসকান খানের কথা বলছি

না, আমি অতীতের কোন কাহিনী বলতে আসিনি। বদরের প্রান্তরে

তিনশ তের জন মুজাহিদ হাজার দুশমনকে পরাজিত করেছিল এ কাহিনী বলার প্রয়োজন নেই আমার।

গুটিকয় মুসলিম বিনা রক্তপাতে মক্কা জয় করেছিল এ কথা কে না জানে।

 

 

আলীর রা. জুলফিকার, খালিদ বিন ওয়ালিদের তরবারির চমক  দেখে বিশ্ব স্তম্ভিত হয়েছিল এ কাহিনী এখন ইতিহাস। সম্মিলিত অমুসলিম বাহিনীকে নাস্তানাবুদ করে বিজয় ছিনিয়ে এনেছিল গাজী সালাহউদ্দিন আইউবী একেও পুরাতন গল্প বলে কেউ উড়িয়ে দিতে পারেন, সতেরজন ঘোড়সওয়ার নিয়ে ভারত জয় করেছিল মুহাম্মদ বিন কাসিম, একথা অন্তত মহাভারতের কেউ ভুলে যাননি।

বলবেন, বখতিয়ার খিলজির কাহিনী হাজার বছরের পুরানো, কিন্তু কর্ণাটকের বোন মুসকান খান?

 

নেকাবপরা একাকী এক নারীর আল্লাহু আকবার ধ্বনিতে শত শত শিবসেনা যে চোখে সর্ষেফুল দেখলো এর সাক্ষীতো স্বযং আপনারা।

 

এ আল্লাহু আকবার কোন ধ্বনি নয়। এটা ইনসানিয়াতের তরবারী।

যেখানে মানবতা বিপন্ন সেখানেই বেজে ওঠে এ রণভেরী।৷ আল্লাহু আকবার এ ধ্বনি হার্মাদ ও জালিমের হাত অবশ করে দেয়।

এভাবে বার বার যারা পরাজিত হয়, সেই নালায়েকদের জন্য এ দুনিয়া নয়।

 

যে মুসকান খানের আল্লাহু আকবার রবে বিশ্ব প্রকম্পিত আমি সেই মুসকান খানের কথা বলছি।

মুসকান খানের কন্ঠে সেই আগুনের ফুলকি, যার স্পর্শে খান খান হয়ে যায়  রোম ও পারস্যের আজদাহা সালতানাত। আল্লাহু আকবার।

আল্লাহু আকবার।

১৬/০২/২০২২ বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.