কনট্রাস্ট - অপ্রকাশিত কবিতাঃ ১৯৩

                                                                                                   

কবিতা-১৯৩ : কনট্রাস্ট

সবুজ পাতার হলদে হয়ে যাওয়াটা মোটেই ভাল লক্ষণ নয়। যেমন

ভাল নয় হঠাৎ জ্বলে ওঠা সবুজ বাতি।

কারণ ওটা লাল বাতি জ্বলার সতর্কতা।

 

তবে তোমাকে হলুদ শাড়িতে চমৎকার মানিয়েছে। যেন সোনা ঝলমল করছে সোনার অঙ্গে। যেন হলুদ মুনিয়ার নূপুর নিক্কণ। ওয়াও, কী দারুণ।

 

একেই বলে কনট্রাস্ট।

জীবন তো একহালি কনট্রাস্টের নাম। সবুজ মাঠে সোনালী ধান। পাহাড়ে ঝর্ণাধারা।

 

কী অদ্ভুত! এক পাহাড় কষ্টের দাম দিয়ে সমুদ্র সমান সুখ কেনা যায়। মৃত্যুর মধ্য দিয়েই ভেসে ওঠে বেহেশতী জীবন।

 

পৃথিবী তো কষ্টের কারাগার। বন্দী জীবন।

না মরে কি কেউ সিদরাতুল মুনতাহায় পৌঁছতে পারে?

এসো, একটা সুন্দর মৃত্যুর জন্য জীবনকে সাজাই।

সুখ ও দুঃখের কনট্রাস্টে জীবনকে সাজাই।

১৪/০১/২০২২ বাদ জোহর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.