আমি মুসকান - অপ্রকাশিত কবিতাঃ ১৯১

                                                                                                   

কবিতা-১৯১ : আমি মুসকান

সাবধান! সাবধান!

কাপুরুষ বেঈমান

আমার গায়ে হাত দিবি না

আমি মুসলমান।

আমি মুসকান আমি মুসকান

আল্লাহু আকবার, আমি মুসকান।

 

আমি মুসকান আমি মুসকান

আমার আছে দৃপ্ত ঈমান

আমার বুকে সুপ্ত কোরান

আমার আছে দীপ্ত শ্লোগান

আল্লাহু আকবার আমি মুসকান।

 

তুমিই শ্রেষ্ঠ, তুমি মহান।

অসহায়ের তুমি নেগাহবান

নই বুজদীল, নই পেরেশান

আল্লাহু আকবার আমি মুসকান।

 

এক ওমর যদি আনে ঈমান

শত দুশমন দেয় পিঠটান

মাঠ ছেড়ে যায় পাপী শয়তান

জাগো জাগো মুসলমান

আল্লাহু আকবার আমি মুসকান।

 

দিল্লী আমার ভারত আমার

সাম্য মৈত্রী এনেছি আমরা

আমরা মুসলমান।

জাগো মানবতা, জাগো ইনসান

আমি মুসকান আমি মুসকান

আল্লাহু আকবার আমি মুসকান।

১৪/০২/২০২২ বাদ ফজর

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.