হতাশার কালো মেঘ - অপ্রকাশিত কবিতাঃ ২৭৭

   

কবিতা-২৭৭ : হতাশার কালো মেঘ

হতাশার কালো মেঘ দাও উড়িয়ে

ভয় ভীতি দুই হাতে দাও গুড়িয়ে।

সাহসের সাথে তোল বিজয় নিশান

আশায় বসতি গড়ো প্রদীপ্ত ঈমান

বাঁধার পাহাড় যতো দাও পুড়িয়ে।

 

বাতাসে ভাসুক ফের দামামার সুর

পৃথিবীতে জয়ী হোক আল্লাহর নূর

আশার আলো বাসা বাধুক প্রাণে

সাহসের সুর যেন রয় গানে গানে।

হৃদয়ের ব্যথা যতো যাক ফুরিয়ে।

 

প্রভু পারে না এমন কোন কাজ নাই

নিরাশার মেঘ পারে করে দিতে ছাই।

অমল আশায় তুমি বুক বেঁধে রাখো

বিপদে সহায় পেতে আল্লাকে ডাকো।

তাতেই তোমার হৃদয় যাবে জুড়িয়ে।

২৭/০৩/২০২৩ - বাদ মাগরিব

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.