বরফ গলতে শুরু করেছে - অপ্রকাশিত কবিতাঃ ০৭৫

                                                                    

কবিতা-০৭৫ : বরফ গলতে শুরু করেছে

একজন কবি কিইবা করতে পারে?

সেকি যা বুঝে সব বলতে পারে?

না সব বলা উচিত?

 

আকাশের দিকে তাকিয়ে একজন কৃষক যেমন বলতে পারে, আজ বৃষ্টি হবে।

ভাতের আওয়াজ শুনে মা বলতে পারেন, চাল সিদ্ধ হয়েছে কিনা? তেমনি মানুষের চোখের  দিকে তাকিয়ে একজন কবি বলতে পারেন, সামনে আমাদের জন্য অপেক্ষা করছে শীতের তীব্রতা নাকি গ্রীষ্মের দাবদাহ।

 

কিন্তু কে শোনে কার কথা?

নগন্য কবির কথায় কে আমল দেয়? মানুষ যেহেতু কবির কথা শুনতে চায় না, তখন কবিরইবা কি দায় ঠেকেছে সব কথা খুলে বলার?

 

কবি কি নবী? পৃথিবীর সুসংবাদ ও দুঃসংবাদ শোনানোর দায়িত্ব তো নবীর।

কবিরা বড়জোর তাঁর অনুসারী হতে পারে।

কবিরা খালিদ বিন ওয়ালিদ বা সালাহউদ্দিন আইয়ুবী নন,

নন স্পেন বিজয়ী মুসা বা তারিক। সমাজের অসভ্যতা দূর করার জন্য কবিরা অস্ত্রের ভাষায় কথা বলেন না।

 

ভাষা সবারই আছে।

বাতাসেরও ভাষা আছে।

রক্তেরও ভাষা আছে।

শিরায় শিরায় বহমান প্রতি ফোঁটা খুনেরও ভাষা আছে।

কবিকে বুঝতে হয় তাদের কথা।

 

কবি যখন বলে, পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে, ঝড় হবে, মানুষ হাসে। কিন্তু তাতে উড়িরচর বা হাতিয়ার বিপর্যয় কি থামে? থামে না।

 

যে বন্ধু নাস্তা খেতে খেতে বললো, বুয়েটের ছেলেদের সাথে আপনার সমুদ্রে না নামাই ভালো। ওরা বিপদে পড়বে। আমিও হেসেছিলাম।

বিকেলে শোনলাম, তিনটি ছেলে গোসল করতে নেমে ডুবে মরেছে।

এজন্যই, সব কথা সবাইকে বলতে নেই।

 

কবিরা বলেন, 'অন্যায় যে করে আর অন্যায় সে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।'

 

আমরা কানে তুলিনি।

অন্যায়কে ঘৃণা করতে শিখিনি।

তাই এক দুর্বিসহ জীবন কাটাচ্ছে বিশ্ব।

 

আমরা পাপ করেছি।

পাপ করতে দেখে হেসেছি। সয়ে গেছি।

তাতে কি করোনা আসেনি?

প্রলয় ঘটেনি?

 

শুনুন, অচিরেই ঝড় আসবে।

তছনছ হয়ে যাবে পাপের এ দুনিয়া।

প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে।

বরফ গলতে শুরু করেছে।

এখনি পাপীর হাত চেপে না ধরলে

যা হবে তা কি সামাল দিতে পারবেন?

৩০/০৩/২০২০ ৯টা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.