স্বপ্নকথন - অপ্রকাশিত কবিতাঃ ৩২০

           

কবিতা-৩২০ : স্বপ্নকথন

একদা আমিও স্বপ্ন দেখতাম।

স্বপ্নে দেখতাম, মিছিল এগিয়ে যাচ্ছে।

মিছিলের অগ্রভাগে দৃপ্ত পদভারে এগুচ্ছি আমি। আমাদের গগনবিদারী শ্লোগানে কাঁপছে রাজপথ।

 

আমি দেখতে পাচ্ছি, আমাদের উত্তোলিত হাতগুলো থেকে

ছিটকে বেরিয়ে যাচ্ছে শব্দের মিসাইল। মনে হচ্ছে, কেউ বারুদের স্তুপে আগুন ছুঁড়ে মেরেছে। সে আগুন ছুটে যাচ্ছে তেলআবিবের দিকে। যেন রাজপ্রাসাদ ও তেলআবিব দুটোই সমার্থক, দুটোই মানুষ হন্তারক, খুনী।

 

আমি দেখতে পাচ্ছি, রাস্তার দুপাশ থেকে জনতা হাততালি দিচ্ছে।

পথের দুপাশের বাড়ির বন্ধ জানালাগুলো পটাপট খুলে যাচ্ছে।

রঙিন পর্দার ফাঁক গলে তাকিয়ে আছে ক্যামেরার মত কতিপয় কদমফুল

 

আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কেউ একজন দীপ্তকন্ঠে শ্লোগান ধরছে:

নারায়ে  তাকবির-- আল্লাহু আকবার।

'আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা,

আল কোরানের আলো, ঘরে ঘরে জ্বালো।

 

শ্লোগানে শ্লোগানে কাঁপছে রাজপথ।

কাঁপছে বহুতল ভবন, কৃষ্ণচুড়ার ডাল,

রিকসার হুড, সেই সাথে কাঁপছে অস্ত্রের গুদাম হাতে ভয়ার্ত জালিম।

 

আমি আরো দেখতে পাচ্ছি,

পূর্বাকাশ ফরসা করে বেরিয়ে আসছে

প্রভাত আলো। পাখিরা গাইছে গান। আর বাংলাদেশ যেনো একটা অলৌকিক পুষ্পোদ্যান, সেখানে ফুটতে শুরু করেছে অগনিত ফুলের কলি। রাত শেষ হয়, স্বপ্ন শেষ হয় না।

২১/০৫/২০২৩ বাদ এশা

অপ্রকাশিত অন্যান্য কবিতার জন্য এখানে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.